পত্রিকা প্রতিনিধি: ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে গ্রামাঞ্চলে রোগের প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। প্রশাসনিক সূত্রে খবর, গত সপ্তাহে ঘরে ফিরেছেন বাংলার কয়েক হাজার পরিযায়ী শ্রমিক। আর তার পরেই উল্লেখযোগ্য ভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এর আগে একই প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল বিহার, ওডিশা, উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ডে, যেখান থেকে বেশি সংখ্যক শ্রমিক কর্মসূত্রে কর্নাটক, গুজরাত, মহারাষ্ট্র ও পঞ্জাবের মতো বর্ধিষ্ণু রাজ্যগুলিতে রোজগারের কারণে পাড়ি দিয়েছেন।এমতাবস্থায় দিল্লি ও গুজরাট থেকে ফিরে আসা আরও ৫জন পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ ধরা পড়লো পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমায়।এদের মধ্যে ৩জনের বাড়ি পটাশপুর ২ ব্লকের বড়উদয়পুর এলাকায়।বাকি ২জন আক্রান্তের বাড়ি এগরা ১ব্লকের নেগুয়া ও শীপুর এলাকায়।
জানা গিয়েছে,লকডাউনের কারনে চলতি মাসের প্রথম সপ্তাহে দিল্লি ও গুজরাট থেকে নিজের বাড়ি ফিরে আসে এই পরিযায়ী শ্রমিকেরা।এরপর গত ২রা জুলাই পটাশপুর ২ ব্লক স্বাস্থ্য কেন্দ্র পটাশপুরের ৩ জন পরিযায়ী শ্রমিকের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতায় পাঠায়।অপরদিকে ওই দিন এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এগরা ১ ব্লকের ২ জন পরিযায়ী শ্রমিকের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল কলকাতায়।এরপর আজ,সোমবার পটাশপুর ও এগরার ওই ৫জন পরিযায়ী শ্রমিকের করোনা রিপোর্ট পজিটিভ আসে।এরপর ওই আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের পাঁশকুড়া বড়োমা কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে।তাছাড়া একদিনে
এগরা ও পটাশপুরে ৫জন পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মহকুমা জুড়ে।