পত্রিকে প্রতিনিধি : পূর্ব মেদিনীপুরে এক ধাক্কায় করোনা আক্রান্ত ১৪ জন পরিযায়ী শ্রমিক। ফের করোনা আতঙ্কে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও এগরা মহকুমা।সোমবার কাঁথি ও এগরা মহাকুমা করোনা আক্রান্ত সংখ্য বেড়ে হল ১৪ জন।জানা গিয়েছে,কাঁথি মহকুমা দেশপ্রাণ ব্লকের ২জন, বামুনিয়া গ্রাম পঞ্চায়েতে ১জন, কাঁথি ১ ব্লকের নয়াপুর অঞ্চলে ১জন,কাঁথি ৩ ব্লকের দেউলিবাড় গ্রামের ১জন। তাছাড়া ভগবানপুর ২ ব্লকের বাঘাদাঁড়ি গ্রামের ২জন,অর্জুননগর, রাধাপুর, মাধবপুরের তিনজন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন।
অপরদিকে,এগরা মহাকুমা পটাশপুরের একজন করোনা আক্রান্ত হয়েছে। চন্ডীপুরে সহ একাধিক তিন জনের শরীরে করোনা পজিটিভ সংক্রমন পাওয়া গেছে।
এরা প্রত্যেকে মুম্বাই,মহারাষ্ট্র সহ ভিন রাজ্য থেকে নিজেদের জেলায় ফিরেছেন ।এদের মধ্যে বেশকিছু জনকে পাঁশকুড়া করোনা বড়োমা হাসপাতাল ও চন্ডীপুর করোনা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।এদিকে দুই মেদিনীপুরে মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭। পূর্ব মেদিনীপুরে ১৪ ও পশ্চিম মেদিনীপুরে ৫৩।
0
previous post