পত্রিকা প্রতিনিধি: তমলুক থানার উত্তর সাউতানচক এলাকায় এক ব্যক্তি করোনা পজেটিভ রিপোর্ট আসে বড়মা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। ওই পরিবারের সদস্যদের তমলুক জেলা হাসপাতাল নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।আজ ওই ব্যক্তির মেয়ের করোনা পজেটিভ রিপোর্ট আসে।করোনা পজেটিভ রিপোর্ট হাতে নিয়ে এ মহিলা ঘুরে বেড়ালেন পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল চত্বর। পরে জরুরী বিভাগে ঢুকে পড়েন। কিছুক্ষণ পরে বাইরে এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন ওই মহিলা।এইভাবে করোনা পজেটিভ রিপোর্ট হাতে নিয়ে ঘোরাঘুরি করায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাকে জিঙ্গাসাবাদ করায় তার স্বামী জানান করোনা পজেটিভ। প্রশ্ন উঠছে চিকিৎসা ব্যবস্থা নিয়ে।প্রশ্ন উঠছে করোনা পজেটিভ ব্যক্তি কিভাবে ঘুরে বেড়াতে পারেন? আতঙ্কিত হয়েছেন অন্যান্য রোগীর পরিবারের বাড়ির লোকেরা,তাদের অভিযোগ এভাবে করোনা সংক্রমন আরো বেশি ছড়াতে পারে।তবে ঘন্টা খানেকের মধ্যে হাসপাতাল সুপারের হস্তক্ষেপে ওই মহিলাকে ১০২ অ্যাম্বুলেন্সে করে ময়না সেভ হোমে নিয়ে যাওয়া হয়।
তবে বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের সুপার গোপাল চন্দ্র দাস বলেন কোন ব্যক্তির করনা পজিটিভ হলে সেই ব্যক্তির নাম ওয়েব সাইডে তোলা হয়।তারপরেই ওই আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়।”