পত্রিকা প্রতিনিধি : রাজ্যের পাশাপাশি করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান পূর্ব মেদিনীপুরও।আর তার মধ্যেও সুখবর আসতে শুরু করেছে।পূর্ব মেদিনীপুর জেলায় নতুন কাঁথির সঞ্জীবনী কোভিড হাসপাতাল থেকে এই প্রথমবার একদিনে ছাড়া পেলেন ১৫ জন করোনা আক্রান্ত রোগী।শুক্রবার তাদের দুবার রিপোর্ট নেগেটিভ আসায় পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।এদিন সুস্থ হয়ে ওঠা রোগীদের হাতে হাসপাতালের পক্ষ থেকে পুস্পস্তবক, মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে,কাঁথি, এগরা ও দিঘার পাশ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে কোভিড নাইট্টিন সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন এঁরা। এরপর বেশকিছুদিন ধরে চিকিৎসা চলছিল। বার বার পরীক্ষার পর নেভেটিভ আসে করোনা পরীক্ষার রিপোর্ট। তারপরই নিয়ম মেনেই এবার ওঁদের ছাড়ার বন্দোবস্ত করল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই প্রথমবার করোনা জয় করে মূল স্রোতের ফেরার সাক্ষী রইল কাঁথির কোভিড হাসপাতাল। এদিন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি হাজির ছিলেন প্রশাসনিক আধিকারিকরাও।তবে এই হাসপাতালে মূলত করোনা উপসর্গহীন রোগীরাই থাকতেন বলে জানা যাচ্ছে।
এদিন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া এক রোগীরা বলেন, কাঁথি শহরের এই কোভিড হাসপাতালের পরিষেবা যথেষ্ট ভালো। কোনও অসুবিধা হয়নি। সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরে তার খুব ভালো লাগছে বলে তিনি জানান।তাছাড়া সকলে সরকারি নির্দেশিকা মেনে বাড়ি মধ্যে থাকুন।তবেই করোনা সংক্রমণ পরবর্তী দিনে নিপাত যাবে।