Home » করোনার তৃতীয় ঢেউয়ের নিশানায় শিশুরা ! আগাম সর্তকতায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

করোনার তৃতীয় ঢেউয়ের নিশানায় শিশুরা ! আগাম সর্তকতায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

by Biplabi Sabyasachi
0 comments

Covid third wave

আরও পড়ুন ঃস্বস্তি দিয়েই রবিবার ২ মাসে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত , কমল মৃত্যুর সংখ্যা, নিম্নমুখী করোনা গ্রাফ

পত্রিকা প্রতিনিধিঃ দেশজুড়ে করোনার(Covid) দ্বিতীয় ঢেউয়ের নাজেহাল গোটা দেশ। তবে আবারও আসছে করোনার তৃতীয় ঢেউ। আর সেই তৃতীয় ঢেউয়ে বিশেষ করে আক্রান্ত হবে শিশুরা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিশেষজ্ঞদের কথা মাথায় রেখে তৃতীয় ঢেউয়ের পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Medinipur Medical Collage & Hospital)।

উল্লেখ্য ,করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Medinipur Medical Collage & Hospital) তৈরি হল ১২ শয্যার পিকু(PICU) বা পেডিয়াট্রিক ইনটেনসিভ  কেয়ার ইউনিট ও নিকু(NICU) বা নিউনেটাল ইনটেনসিভ  কেয়ার ইউনিট।মোট ১০০টি শয্যার ভাবনা  রয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, শিশুদের ( Children) পাশাপাশি সাধারণ কোভিড (Covid) রোগীদের জন্যও বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁদের জন্য তৈরি হবে বাড়তি ৩০টি শয্যা,  তাতে থাকবে অক্সিজেন সংযোগ।এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) মেডিক্যাল কলেজ হাসপাতালে(Medinipur Medical Collage & Hospital) করোনা রোগীদের জন্য ৮৬টি বেড, এইচডিইউ-তে রয়েছে ২৬টি বেড, গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ রয়েছে ১০টি বেড, আর সাধারণ করোনা(Covid) রোগীদের জন্য ৬০টি বেড। আগাম প্রস্তুতি করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় ফলপ্রসূ হবে বলেই আশা স্বাস্থ্য দফতরের।

এবিষয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজের(Medinipur Medical Collage & Hospital)অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু (Panchanan Kundu) বলেন, করোনা তৃতীয় ঢেউ ক্রমশ এগিয়ে আসছে তাই সদ্যোজাত শিশু থেকে ১২ বছর পর্যন্ত করোনা আক্রান্ত শিশুদের (Children)কথা মাথায় রেখেই প্রস্তুত রাখা হয়েছে এই দুটি ইউনিটকে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের(Medinipur Medical Collage & Hospital) প্রিন্সিপাল পঞ্চানন কুণ্ডু জানিয়েছেন, পিকু (PICU)এবং নিকু (NICU) মিলিয়ে ১২ টি শয্যা রাখা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

ADVETISEMENT

অপরদিকে জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (Additional Chief Health Officer) সৌম্য সুন্দর সারেঙ্গি (Soumyasundar Sarangi) বলেন, পূর্ণ-বয়স্ক ও বয়স্কদের পাশাপাশি ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলায় বেশ কিছু করোনা (Civid) আক্রান্ত শিশুর(Children) হদিস মিলেছে, করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই তৈরি থাকছে স্বাস্থ্য দফতর। পিকু (PICU) ও (NICU) নিকু মিলিয়ে ১০০টি শয্যার ভাবনা আছে। ইতিমধ্যে ১২টি প্রস্তুত করা হয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid third wave

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.