0
পত্রিকা প্রতিনিধি : চন্দ্রকোনা রোডে মেদিনীপুর রানীগঞ্জ প্রধান সড়কের পাশে চৌরাস্তার কাছে ট্যাক্সি স্ট্যান্ডে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছেন , সকালবেলায় ওই ব্যক্তিকে রাস্তার পাশে চা দোকানে দেখতে পাওয়া গিয়েছিল । দুপুর ১২ টার পরেই তাকে রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ।স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ ও একটি নীল রঙের ব্যাগ উদ্ধার করেন । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় , ব্যাগের মধ্যে ঐ ব্যক্তি কোন রকম পরিচয় পত্র পাওয়া যায়নি । ওই ব্যক্তি পরিযায়ী শ্রমিক কিনা তাও পুলিশ তদন্ত করে দেখছে ।