Home » মৃত্যুর পর যুবকের শরীরে করোনার সংক্রমণ , কনটেইনমেন্ট জোন চন্দ্রকোনারোডের স্টেশন পাড়ার একাংশ

মৃত্যুর পর যুবকের শরীরে করোনার সংক্রমণ , কনটেইনমেন্ট জোন চন্দ্রকোনারোডের স্টেশন পাড়ার একাংশ

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : চন্দ্রকোনা রোডের স্টেশন পাড়ার একাংশ কনটেইনমেন্ট জোন করা হয়। গত ২৬ মে চন্দ্রকোনা রোডের স্টেশন পাঠাতে একটি বাইক দুর্ঘটনায় স্থানীয় যুবক গুরুতর ভাবে আহত হন । নাম অরিজিৎ মুদি। জানা যায় ওই যুবক নিজের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি বাইক তাঁকে ধাক্কা মারে । ঘটনাস্থলে তিনি বাইক থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান। প্রথমে তাঁকে চন্দ্রকোনা রোড দ্বারিগেরিয়া হাসপাতাল ও পরে তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । এর পর অবস্থার অবনতি হলে তাকে কলকাতার মেডিকোতে স্থানান্তরিত করা হয়। কলকাতার হাসপাতাল সূত্রের খবর দীর্ঘ ৩ দিন যাবৎ আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সেখানেই তিনি মারা যান । মারা যাওয়ার পর তাঁর কোভিড টেস্ট করা হলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। যুবকের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি শরীরে করোনা সংক্রমণ থাকায় , দেওয়া হয়নি মৃত্যুর শংসাপত্র । সোমবার সকালে স্টেশন পাড়ার একাংশ কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয় স্থানীয় পুলিশের তৎপরতায় ।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.