2
পত্রিকা প্রতিনিধি: পথ দুর্ঘটনায় মৃত ১ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক। ঘটনাটি ঘটে রবিবার রাত্রে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ঘাটাল রাজ্য সড়কের কেঠিয়া ব্রিজে। পুলিশ জানায় মৃত যুবকের নাম সিন্টু মণ্ডল। এদিন ঘাটাল থেকে চন্দ্রকোনার বাঁকা এলাকার মানিককুন্ডু গ্রামে বাড়িতে ফিরছিল তার বন্ধু অচিন্ত্য গোস্বামী সাথে তখনই বাইকটি দ্রুতগতিতে এসে কেঠিয়া চাতালের উপর একটি ট্রাককে সাইড দিতে গিয়ে উল্টে গেলে দুই জনে আহত হয়, খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ দুই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতালে পাঠালে রাস্তায় মৃত্যু হয় সিন্টুর।