Home » অধিকারী পরিবারে বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা, Z প্লাস নিরাপত্তা পেল সৌমেন্দু

অধিকারী পরিবারে বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা, Z প্লাস নিরাপত্তা পেল সৌমেন্দু

by Biplabi Sabyasachi
0 comments

Central security

আরও পড়ুন ঃ গত ৬ মাসে দুই জেলায় হাতির হানায় মৃত্যু ১৫ জনের, হাতি দিবসে সচেতনতার বার্তা পশ্চিম মেদিনীপুরে

পত্রিকা প্রতিনিধিঃ একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় ও অধিকারী(Adhikary) পরিবারের একাধিক নেতা বিজেপিতে(BJP) যোগদানের পর পূর্ব মেদিনীপুর(Purba Medinipur) জেলার কাঁথির অধিকারী পরিবারকে এক কোণঠাসা করে রাখতে চাইলে রাজ্যের শাসক দল তৃণমূল (TMC)কংগ্রেস(Congress)। আর এই ঘটনার পর অধিকারী পরিবারের সকলের নিরাপত্তা প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। এই পরিস্থিতিতে জেলার বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি করতে গিয়ে বিক্ষোভ ও একাধিক বাধার সম্মুখীন হতে হয়েছে অধিকারী পরিবারের সদস্য তথা বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীকে(Soumendu Adhikary)। তাই জনপ্রিয় এই বিজেপি নেতার কথা মাথায় রেখে জেড প্লাস(z Plus) ক্যাটাগরির(Category) কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন কাঁথি পুরসভার(Kanthi Municipality) প্রাক্তন প্রশাসক তথা বিজেপি নেতা সৌমেন্দু। বৃহস্পতিবার থেকেই ওই নিরাপত্তা পেতে চলেছেন তিনি। খোদ কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে আগাগোড়া মুড়তে শুরু করেছে কাঁথির পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ‘অধিকারী বাসভবন- শান্তিকুঞ্জ’।(Shantikunja)

নিজস্ব চিত্র

সূত্রের খবর, এখন থেকে সৌমেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকবেন মোট ৩০ জন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ান। তবে ওই ৩০ জন পালা করে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সেই সঙ্গে একটি বুলেট প্রুফ গাড়িও তাঁকে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।এবিষয়ে তিনি এক সংবাদ সংস্থাকে জানান, “ দলীয় কর্মসূচিতে গিয়ে একাধিক জায়গায় বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে। তাই কেন্দ্রের কাছে আমি নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছিলাম। তবে এখন মায়ের অসুস্থতার জন্য কলকাতায় এসেছি। কেন্দ্রীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি বাড়িতে ফিরেই জানতে পারব।”

Central security

আরও পড়ুন ঃ স্কুল-কলেজ খোলার দাবিতে পশ্চিম মেদিনীপুরে রাস্তায় পঠন-পাঠন SFI-এর

প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে বহুদিন আগে শুভেন্দু গেছে বিজেপিতে। নির্বাচনের আগে গুটি গুটি পায়ে তার বাবা ও ছোট ভাই সৌমেন্দু গেছে গেরুয়া শিবিরে। বিজেপি হতেই কেন্দ্রের  থেকে শুভেন্দু পেয়েছিলেন জেড ক্যাটাগরির নিরাপত্তা। আর তারপর শিশির ও দিব্যেন্দু অধিকারীকেও কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। অধিকারী পরিবারের দুই সাংসদের জন্য ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছে কেন্দ্র। তবে এগরায়( Egra)স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)সভায় যোগ দিয়েছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী(Sisir Adhikary)। তিনি খাতায় কলমে এখনও তৃণমূলেরই সাংসদ। অন্যদিকে, তমলুকের(Tamluk) সাংসদ দিব্যেন্দুও এখনও তৃণমূলেই রয়েছেন। তার মধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন অধিকারী পরিবারের দুই সাংসদ।

আরও পড়ুন ঃ আজকের রাশিফল – ১২ আগষ্ট ২০২১, বাঃ – ২৬ শ্রাবণ ১৪২৮

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Central security

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.