Home » ঘরে বসেই পবিত্র ঈদে সামিল শহরবাসী

ঘরে বসেই পবিত্র ঈদে সামিল শহরবাসী

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি :

পবিত্র ঈদ উৎসবে ধর্মপ্রাণ মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছে পুলিশ । রমজান মাসের দীর্ঘ এক মাস কঠোর সংযম ও কৃচ্ছ্রসাধনের পর আসে খুশির ঈদ । আপামর বাঙালি সামিল হন এই উৎসবে । এই বছর করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে একটু ভিন্নভাবে ঈদ পালিত হয়েছে সর্বত্র । মসজিদ বা ঈদগা তে দলে দলে সমবেত না হয়ে যে যার নিজের বাড়িতেই ঈদের নামাজ পাঠ করেছেন এবং উৎসবে সামিল হয়েছেন । পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন মসজিদ এবং ঈদগা গুলিতে ঈদের সেই চেনা ছবি এবছর আর দেখা গেল না । বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে লকডাউন ও সামাজিক দূরত্ব মেনে চলার আর্জি জানানো হয়েছে । বিজ্ঞপ্তি দিয়ে এবং মাইকিং করে বাড়িতেই নামাজ পাঠের আবেদন জানানো হয়েছে । মুসলিম কমিটির এই নির্দেশ মেনে সকলে বাড়িতেই নামাজ পাঠ করেছেন । সম্প্রীতির বার্তা দিয়ে সম্প্রীতির শহর মেদিনীপুরে ঈদ উৎসবে সামিল হয়েছেন সকলে ।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.