Home » CCTV Cameras in Digha : দীঘায় সি-বিচে বসানো হচ্ছে সিসি ক্যামেরা, প্রতিনিয়ত নজরদারিতে প্রশাসন

CCTV Cameras in Digha : দীঘায় সি-বিচে বসানো হচ্ছে সিসি ক্যামেরা, প্রতিনিয়ত নজরদারিতে প্রশাসন

by Biplabi Sabyasachi
0 comments

CCTV cameras are being installed at Sea-Beach in Digha, the administration is constantly monitoring

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ‘যশ’ সাইক্লোনের পর দীঘাকে নতুন রূপে সাজানো হয়েছে। এজন্য প্রায় ১২কোটি টাকা খরচ হয়েছে। তবে সৌন্দর্যায়নের কাজে অনেক দামি জিনিসপত্র ব্যবহৃত হয়েছে। আর এই পরিস্থিতিতে রাজ‍্যের সরকারি সম্পত্তি সুরক্ষা ও পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। তাছাড়া সি-হক ঘোলা থেকে পুলিস হলিডে হোম ঘাটের মাঝে বিশ্ববাংলা ঘাট-১ ও ২, জগন্নাথঘাট, মেরিনা ঘাট, ক্ষণিকা ঘাট প্রভৃতি রয়েছে।

আরও পড়ুন:- হাওড়া, পুরুলিয়া, দিঘা, শালিমার-সহ বিভিন্ন জায়গা থেকে ২৪ ট্রেন বাতিল রেলের

CCTV Cameras in Digha
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- মেদিনীপুর স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেলেন প্রৌঢ়, উদ্ধার করলেন দুই মহিলা পুলিশ

ওইসব ঘাটে প্রচুর সংখ্যক পর্যটক সমাগম হয়। স্নান করার ভিড় লেগে থাকে। তবে অনেকই সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কেউ কেউ স্নানে নেমে পড়েন। প্রত্যেক ঘাটে নজরদারি থাকে। তা সত্ত্বেও অঘটনের ঘটনা ঘটে। সিসি ক্যামেরা বসানো হলে তার মাধ্যমেও নজরদারি থাকবে। সিসি ক্যামেরা দেখে অ্যালার্ট মেসেজ সংশ্লিষ্ট ঘাটে কর্তব্যরত পুলিস ও সিভিল ডিফেন্স ভলান্টিয়ারের কাছে পাঠানো যাবে। তাছাড়া সিসি ক্যামেরার পাশাপাশি সি-বিচ বরাবর পাবলিক অ্যাড্রেস সিস্টেম বসবে।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুর জেলা দাপাচ্ছে ৫০ টি হাতি, ক্ষতি আলু ও সদ্য রোয়া ধানের চারার

Advertisement

আরও পড়ুন:- খড়্গপুরে অবৈধ টোটোর দৌরাত্ম্য, প্রতিবাদে বোগদা স্টেশন ও গোলবাজারে অবরোধ অটো চালকদের

তা থেকে রবীন্দ্রসঙ্গীত বাজবে। এছাড়াও পুলিসের পক্ষ থেকে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে পর্যটকদের সতর্ক করার জন্য নির্দেশাবলি শোনানো হবে। এনিয়েও খুব শীঘ্রই টেন্ডার হবে বলে ডিএসডিএ-র এগজিকিউটিভ অফিসার জানিয়েছেন। নতুনরূপে সেজে ওঠা দীঘাকে ঝাঁ চকচকে এবং পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তৎপর ডিএসডিএ। ওল্ড দীঘার সি-হক ঘোলা ঘাট থেকে নিউ দীঘার পুলিস হলিডে হোম ঘাট পর্যন্ত প্রায় সি-বিচ বরাবর আড়াই কিলোমিটার এলাকা সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হবে।

CCTV Cameras in Digha

আরও পড়ুন:- নয়াচরে মেশিন দিয়ে ভেড়ির মাটি কাটায় বাধা পুলিশের, জেলাশাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন মৎস্যজীবীদের

Advertisement

আরও পড়ুন:- মানবিক পুলিশ! মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের পাশে বেলিয়াবেড়া থানার ওসি, সবরকম সাহায্যের আশ্বাস

এজন্য খরচ হবে ১৬লক্ষ ৭৮৮৬টাকা। ডিএসডিএ-র এগজিকিউটিভ অফিসার মানসকুমার মণ্ডল ২৭জানুয়ারি এনিয়ে টেন্ডার ডেকেছিলেন। তাছাড়া এর আগে সি-বিচ বরাবর সিসি ক্যামেরা বসানো হলেও প্রাকৃতিক বিপর্যয়ে সেই সব নষ্ট হয়ে গিয়েছে। তাই নতুন করে দীঘা সি-বিচ বরাবর সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:- ঝাড়গ্রামে চন্দন চুরির অভিযোগে দুষ্কৃতীকে হাতেনাতে ধরে গণধোলাই

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

CCTV Cameras in Digha

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.