পত্রিকা প্রতিনিধি: দীর্ঘ টালবাহানার পর পরিবহন মন্ত্রীর জেলায় বেসরকারি বাস পরিষেবায় অবশেষে কাটল জট।রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরায় সোমবার সকাল থেকে চালু হয়ে গেল বেসরকারি বাস পরিষেবা।আপাতত পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু করা হয়েছে বলে বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে।জেলাশাসকের সঙ্গে বৈঠকের পরে বাস মালিকরা সোমবার থেকে বাস চালু করার সিদ্ধান্ত নেন।
এদিন সকাল থেকে মোটামুটি এগরা থেকে এক সঙ্গে প্রায় ৬ টি রুটের বাস চলাচল শুরু হয়েছে। কাছাকাছির মধ্যে চলা ছোট বাস ও দূরবর্তী জায়গার মধ্যে চলা বড় বেসরকারি বাস এদিন পথে নেমেছে ,তবে যাত্রীর সংখ্যা কম বলে জানিয়েছেন বাস মালিকরা।তাছাড়া এদিন সকালে দেখা যায় বাস চালকরা গ্লাভস ও মাক্স পরে বাস চালাচ্ছেন।
তাঁদের বক্তব্য, যাত্রীর সংখ্যা এত কম হলে তাঁরা ক্ষতির মুখে পড়বেন। তা সত্ত্বেও বেশ কয়েক দিন পরীক্ষামূলক ভাবে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।