পত্রিকা প্রতিনিধি : শহরের এসবিএসটিসি বাস ডিপোতে করোনা আক্রান্তের হদিশ মিলল । বাস ডিপোতে এক কন্ডাক্টরের দেহে করোনার সংক্রমন ঘটে গত বুধবার ।কয়েকদিন আগেই তাঁর শরীরে করোনার উপসর্গ (জ্বর-সর্দি-কাশি) দেখা মেলায় গত মঙ্গলবার লালারসের নমুনা সংগ্রহ করা হয়। গত বুধবার ওই বাসের কন্ডাক্টরের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার সকাল থেকেই অচল হয়ে পড়ে ডিপোর কাজকর্ম। করোনা আক্রান্তের খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়ে ডিপোতে থাকা অন্যান্য কর্মীরা৷ পরে স্বাস্থ্য দফতর ও পুলিশ প্রশাসনের তৎপরতায় ডিপোকে ঘিরে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকালে ডিপো থেকে পাঁচটি বাস বিভিন্ন রুটে বের হয়েছে , যেখানে ৫০ টিরও বেশি বাস প্রতিনিয়ত বিভিন্ন রুটে যাতায়াত করে । করোণা আক্রান্ত বাস কন্ডাক্টরকে মেদিনীপুর কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
121
previous post