Home » সমুদ্রে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি, প্রাণে বাঁচলেন ৭ মৎসজীবী

সমুদ্রে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি, প্রাণে বাঁচলেন ৭ মৎসজীবী

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির বগুড়ানজালপাই ২নম্বর মৎস্যখটি সংলগ্ন সমুদ্রে  ঢেউয়ের তোড়ে উল্টে ভেঙে গেল নৌকা।তবে নৌকায় থাকা সাতজন মৎস্যজীবী জলে ঝাঁপ দিয়ে কোনওরকমে সাঁতরে পাড়ে উঠে আসেন। শুক্রবার সন্ধ্যা নাগাদ বগুড়ানজালপাই মৎস্যখটি থেকে এক কিলোমিটার দূরে  সমুদ্রে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় নৌকায় থাকা সব সামুদ্রিক মাছই জলে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি নৌকাটিও দু’খণ্ড হয়ে গিয়েছে। Trawler Sank, Trawler Sank, Purba Medinipur News, Biplabi Sabyasachi News, Latest Bengali News

আরো পড়ুন- খেজুরীতে মৎস্যজীবীর জালে উঠল কুমির

প্রতীকি ছবি

আরো পড়ুন- হলদিয়া বন্দরের শ্রমিকদের জন্যে “কোভিড আশ্রমের” বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই নৌকাটির মালিক বগুড়ানজালপাইর বাসিন্দা তাপস ওঝা। শুক্রবার সকালে সাতজন মৎস্যজীবী ওই নৌকায় করে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ তাঁরা মাছ ধরে ফিরছিলেন। নৌকাভর্তি সামুদ্রিক  মাছ ও কয়েকটি জাল ছিল। সেই সময় একটি বড় ঢেউয়ের তোড়ে নৌকাটি পাল্টি খেয়ে যায়। এতে তাতে থাকা সমস্ত মাছ এবং অধিকাংশ জালই জলে পড়ে যায়। নৌকাটি পুরো উল্টে গিয়ে সমুদ্রের তলদেশে ধাক্কা মারে। নৌকাটি উল্টে যাওয়ার আগে মৎস্যজীবীরা কোনওরকমে জলে লাফ দিয়ে প্রাণে বাঁচেন। যদিও শেষমেশ সকলেই সাঁতার কেটে পাড়ে উঠে আসতে সমর্থ হন। তাপসবাবু বলেন, অনেক আশা নিয়ে আমি সমুদ্রে নৌকা নামিয়েছিলাম। কিন্তু সব শেষ হয়ে গেল। তবে সকলে অক্ষত অবস্থায়, ফিরেছেন, এটাই বাঁচোয়া। আমরা সমস্ত ক্ষয়ক্ষতির বিষয় মৎস্য দপ্তর এবং মৎস্যজীবী সংগঠনকে জানিয়েছি।    

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.