Home » Birsingha Bhagabati Vidyalaya : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বীরসিংহ ভগবতী বিদ্যালয়, অভিযোগ PWD -এর বিরুদ্ধে

Birsingha Bhagabati Vidyalaya : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বীরসিংহ ভগবতী বিদ্যালয়, অভিযোগ PWD -এর বিরুদ্ধে

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিদ্যাসাগরের নিজের হাতে তৈরি বীরসিংহ গ্রামে ভগবতী বিদ্যালয়ে পুরনো বিল্ডিং ভেঙে পড়ল। এই বিল্ডিং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘হেরিটেজ’ হিসেবে ঘোষণা করেছেন। তাই সে বিল্ডিং সংরক্ষণের কাজ করছিল PWD, আর তখনি ভেঙে পড়ে বৃহৎ একটি অংশ।সোমবার (৪ জুলাই) বিকাল নাগাদ ভেঙে পড়ে সংস্কাররত বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের পুরানো মাটির ছাত্রাবাস।

Birsingha Bhagabati Vidyalaya
নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দা সুব্রত ঘোষ জানালেন ১৫০ বছরেরও বেশি এই প্রাচীন এই বিল্ডিং। প্রথমদিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ হিসাবেই ব্যাবহার হত।পরবর্তী কালে বর্তমান বিদ্যালয়ের উত্তর দক্ষিণ দিকে মাটির ঘরে ক্লাস শুরু হলে এখানে অফিসের কাজ শুরু হয়। তারপরে এটি পুরোপুরি ছাত্রাবাস হিসাবেই ব্যবহার হয়ে এসেছে। ছাত্রাবাসের নতুন বিল্ডিং নির্মিত হওয়ায় এবং ছাত্রাবাসের ছাত্র কমে যাওয়ার ফলে এই মাটির বিল্ডিং দুটি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।

নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে বীরসিংহে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর সূচনা করেন। মাটির বিল্ডিং দুটি কে হেরিটেজ বিল্ডিং ঘোষণা করেন।দীর্ঘ একবছরেরও বেশি সময় ধরে সংস্কারের কাজ চলছিল। ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলই যিনি এই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি জানালেন আমরা এই কাজের বিষয়ে সম্পুর্ন অন্ধকারে। আমি ডি এম কে বিষয়টি জানিয়েছি,উনি এডিএম কে পাঠাবেন বলেছেন খতিয়ে দেখতে।

প্রধান শিক্ষক প্রদীপ পাঠক বললেন আমার বিদ্যালয়ে এই সংক্রান্ত কোন তথ্য নেই।আমাকে কয়েকদিন আগে মেদিনীপুরে একই প্রশ্ন করা হয়েছিল,আমি কোনো সদুত্তর দিতে পারিনি।ঘাটাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায় যিনি পরিচালন কমিটির সদস্য জানালেন আমরা সম্পুর্ন অন্ধকারে। যতবার জানার চেষ্টা করেছি ততবার এই কাজের কর্মীরা উত্তর দিয়েছেন আমরা কিছু জানিনা।

এজেন্সি মারফত কাজ হচ্ছে অথচ কোন এজেন্সি,কত টাকার কাজ, প্ল্যান সবই আমাদের অজানা। প্রসঙ্গত মে মাসে পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে PWD-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলবন তিনি। আর সেই PWD এর কাজ চলাকালীন ভেঙে পড়ল বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে তাঁর নিজের হাতের তৈরী ভগবতী বিদ্যালয়ের পুরনো ভবন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Birsingha Bhagabati Vidyalaya

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.