পত্রিকা প্রতিনিধি :পুলিশের সাব ইন্সপেক্টর করোনা আক্রান্ত হওয়ার পর ফের আক্রান্ত পুলিশ কনস্টেবল।পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত জোড়াগেড়িয়া ফাঁড়ির এক এসআই করোনা আক্রান্ত হওয়ার পর তিন অফিসার সহ মোট চল্লিশ জন পুলিশ কর্মীকে পাঠানাো হয়েছিল কোয়ারেন্টাইনে।আবারও ফের একই পুলিশ ফাঁড়ির আক্রান্ত দুই কনস্টেবল।জানা গিয়েছে গত ১৫ জুলাই ওই দুই কনস্টেবলের নমুনা সংগ্রহ হয় দাঁতন ২ ব্লকের খন্ডরুই হাসপাতালে।একদিন পর শুক্রবার সন্ধ্যা নাগাদ রিপোর্ট পজিটিভ আসে।দুজন কনস্টেবল কে করোনা হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোর শুরু করেছে স্বাস্থ্য দপ্তর।অপরদিকে বিরামহীন করোনা পজিটিভের খবর নারায়নগড় ব্লকে।নারায়নগড় ব্লকের মান্না ও বস্তুপুরা এলাকার তিনজনের রিপোর্ট পজিটিভ।জানা গিয়েছে মান্না এলাকার এক ১৫ বছরের যুবতীও রয়েছে।পরিবার সুত্রে খবর,১৪ তারিখ গুজরাট থেকে ফিরে ওই যুবতী তার বোন ও তার মা।এসে অর্জুনি স্কুল কোয়ারেন্টাইনে ছিল।১৫ তারিখ বেলদা গ্রামীণ হাসপাতালে নমুনা সংগ্রহের পর শুক্রবার রিপোর্ট পজিটিভ আসে।অপরদিকে হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের একই পরিবারের দুইজন করোনা আক্রান্ত।সকলকে চিকিৎসার জন্য করোন হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরি হয়েছে।
ফের পুলিশ কর্মী করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
0