পত্রিকা প্রতিনিধি: আতঙ্কের মধ্যেও স্বস্তির খবর বেলদায়।বেলদা এক প্রাথমিক শিক্ষকের পরিবারের তিনজনের কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর,প্রাথমিক শিক্ষক,তার স্ত্রী এবং তার কন্যাকে নিয়ে যাওয়া হয়েছিল শালবনির করোনা হাসপাতালে।প্রথমদিন ওই প্রাথমিক শিক্ষকের রিপোর্ট পজিটিভ আসার পর,তার কন্যার শারীরিক অসুস্থতা থাকায় তাকে প্রথমে আয়ুস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং পরে রিপোর্ট পজিটিভ এলে চিকিৎসার জন্য শালবনী করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গত সপ্তাহের বুধবার তাকে নিয়ে যাওয়ার সাতদিন পর নেগেটিভ হয়ে বাড়ি ফেরেন।বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ জেলা স্বাস্থ্য দপ্তরের গাড়িতে করে বাড়িতে পাঠানো হয়।যদিও খুশি সকলে।তবে এখনও প্রাথমিক শিক্ষকের স্ত্রী করোনা হাসপাতালে চিকিৎসাধীন।বৃহস্পতিবার সকালে বেলদায় করোনা আক্রান্তের এলাকা স্যানিটাইজ করা হয়।দমকলের গাড়ি এনে বেলদার আক্রান্ত এলাকা স্যানিটাইজ করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
0
previous post