পত্রিকা প্রতিনিধি : গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রাস্তার উপরে হয়ে আছে বড় বড় গর্ত।বৃষ্টির দিনে প্রবল সমস্যায় নাজেহাল গ্রামবাসীরা।প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়ে সুরাহা হয়নি কোন কিছুই।গাড়ি নিয়ে যাওয়ার জো নেই।হেঁটে চলতেও অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষকে।তার উপরে ছোট গাড়ি কিংবা টোটো নিয়ে যাওয়ার সময় উল্টে যাওয়ার ভয় থাকে।তাই বাধ্য হয়ে পঞ্চায়েত অফিসের গেটে তালা ঝোলাল গ্রামের প্রমিলা বাহিনী।ঘটনা নারায়নগড় ব্লকের বেলদা ৮/১ অঞ্চলের।অভিযোগ নারায়নগড় ব্লকের অধিন বেলদা ১ অঞ্চলের গা ঘেঁষেই শেষ হয়েছে ঢালাই রাস্তা।অঞ্চলের রঘুনাথচক গ্রামের হাটপাড়া এলাকা পর্যন্ত রাস্তা নির্মান করার কথা ছিল।কিন্তু প্রতিশ্রুতি মতো রাস্তা নির্মান করেনি প্রশাসন।তাই গেটে তালা ঝোলায় বিক্ষুব্ধ গ্রামবাসীরা।
প্রসঙ্গত নারায়নগড় ব্লকের উক্ত অঞ্চল বিজেপির দখলে।প্রধান বিজেপি নির্বাচিত।এদিকে এলাকার পঞ্চায়েত সদস্য পঞ্চমি সিং এর অভিযোগ-“বারবার বলেও কাজ করেনি প্রধান।কথায় ভ্রুক্ষেপ করেনি বিজেপি নির্বাচিত প্রধান মধুমিতা সেনাপতি।তবে সোমবার পঞ্চায়েত অফিসে গ্রামবাসীদের নিয়ে আলোচনার কথা হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে।”
শুক্রবার সকাল থেকে গ্রামবাসীরা তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় এলাকায়।
বিক্ষোভকারী রঘুনাথচকের বাসিন্দা নমিতা সিং,রত্নী সিং রা জানিয়েছেন-“পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত অফিসে বারংবার জানানো হলেও কোনরুপ ব্যবস্থা করেনি প্রশাসন।তাই বাধ্য হয়ে তালা লাগানো হয়েছে।যতক্ষন না স্থায়ী সমাধান হয়,তালা ঝুলানো থাকবে।”
এদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান মধুমিতা সেনাপতি জানিয়েছেন-“গ্রামবাসীরা কিছু ক্ষোভ জানাতে অফিসে এসেছিলেন।যদি রাস্তাঘাট খারাপ এর জন্য আসেন তবে বলি-পঞ্চায়েত সদস্য তৃণমূলের।উনি কোন পরিকল্পনা দেন নি।তবে মানুষের সাথে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করব।”
বিভিন্ন ক্ষেত্রে সমস্যা-সমাধান নিয়ে রাজনীতি হতে দেখে বাংলা।ফের ওই স্মৃতি উস্কে দিল শুক্রবারের এই প্রমিলা বিক্ষোভ।
3