পত্রিকা প্রতিনিধি: আবারও বেলদায় করোনা পজিটিভ দুইজন।করোনা আক্রান্ত শিক্ষকের স্ত্রী সহ অপর এক যুবক করোনায় আক্রান্ত।রবিবার স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে পজিটিভ আসে।এই নিয়ে শিক্ষকের পরিবারের মোট তিনজন করোনায় আক্রান্ত।জানা গিয়েছে প্রাথমিক শিক্ষকের নমুনা সংগ্রহের পর তার মেয়ের করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয় আয়ুস হাসপাতালে।পরে তার রিপোর্ট পজিটিভ আসে।পরে প্রত্যক্ষ সংস্পর্শে আসা তার স্ত্রীর নমুনা সংগ্রহের পর রবিবার বিকেলে রিপোর্ট পজিটিভ আসে।
অপরদিকে কলকাতা ফেরত এক যুবকের রিপোর্ট ও পজিটিভ আসে এদিন।জানা গিয়েছে,বৃহস্পতিবার কলকাতা ফেরত ২১ বছর বয়সী ওই যুবক করোনা উপসর্গ নিয়ে শুক্রবার নমুনা সংগ্রহ হয় বেলদা গ্রামীণ হাসপাতালে।রবিবার সন্ধ্যা নাগাদ তার রিপোর্ট পজিটিভ আসে।যদিও ওই যুবকের বাড়ি দাঁতন থানার একটি গ্রামে।ওই যুবক কলকাতার বন্ধুর কাছ থেকে ফেরে।
যদিও পর পর বেলদাতে করোনা আক্রান্তের হদিশ মেলায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়।
0