পত্রিকা প্রতিনিধি: করোনা কালে সামাজিক দূরত্ব বিধি লঙ্ঘন করে রামের পুজা।লকডাউন না মেনে মিছিল ও মোড়ে মোড়ে পুজো করায় আটক নয়জন বিজেপি কর্মী।বুধবার অযোধ্যায় রাম মন্দির ভুমি পুজা।বিভিন্ন জায়গায় সেই উপলক্ষে রাম পুজার আয়োজন করা হয়েছে।রামপুজা উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের বেলদায় বিভিন্ন জায়গায় রামের ছবি লাগানো হয়েছে।পরে দুপুরে বেলদার দেউলিতে রামের পুজা শেষ করে মিছিল করে বেশ কয়েকজন।বেলদার দেউলী থেকে পুজো করতে করতে মিছিল এগোয় কেশিয়াড়ি মোড়ের দিকে।মিছিল এগোলে কেশিয়াড়ি মোড়ে তাদের পথ আটকায় পুলিশ।চলে টানা হিঁচড়া।লকডাউন বিধি ভঙ্গ করে মিছিল ও পুজা করায় নয়জন বিজেপি কর্মী সমর্থককে আটক করে বেলদা থানার পুলিশ।রাম মন্দিরের ভুমি পুজাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে পাশাপাশি এইদিন টিকে পবিত্র মনে করে অনেকেই বাড়িতে শঙ্খ ও কাঁসর বাজান।সামিল হতে ক্ষুদে দের দেখা যায়।রামের নামে জয়ধ্বনি দিয়ে মিছিল করতে দেখা যায় রামভক্তদেরও।বিজেপি কর্মীদের আটক ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানৌতর সৃষ্টি হয়েছে।
0