Before the Municipality Election Shuvendur’s brother Soumendur received the post
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পুরসভার নির্বাচনের আগে ফের কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির দলীয় সাধারণ সম্পাদক পদ পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। উল্লেখ্য, নতুন পরিচালন কমিটি নিয়ে পদ্ম শিবিরের একাধিক নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেছেন। পরিচালন কমিটির তালিকা থেকে কার্যত পুরোপুরি বাদ গিয়েছেন আদি নেতারা। জায়গা করে দেওয়া হয়েছে নতুনদের।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুর জেলায় কুচকাওয়াজের মধ্য দিয়ে পালিত হল প্রজাতন্ত্র দিবস
আরও পড়ুন:- অধ্যাপিকার উদ্দেশ্যে ‘জাতি বিদ্বেষমূলক কটূক্তি’, ১ দিনের জেল হেফাজত সবং কলেজের অধ্যাপকের
তারমধ্যে অনেকেই নির্বাচনী আবহে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা। সৌমেন্দু কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পাশাপাশি, নির্বাচনের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা মেঘনাথ পাল নির্বাচিত হয়েছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক হয়ে। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নির্বাচনী এজেন্ট ছিলেন মেঘনাথ। অন্যদিকে, নব পরিচালন কমিটি থেকে বাদ পড়েছেন অসীম মিশ্রের মতো আদি নেতারা।
Municipality Election
আরও পড়ুন:- লোকালয়ে হাতির হানা রুখতে পশ্চিম মেদিনীপুরে ১০ কিমি এলাকাজুড়ে বিশেষ ফেন্সিং বনদফতরের
আরও পড়ুন:- মাওবাদী নেতা আকাশের খোঁজে পশ্চিম মেদিনীপুরে ঝাড়খণ্ড পুলিশ, আত্মসমর্পণ চেয়ে হুলিয়া জারি
যা নিয়ে রীতিমতো দলের অন্দরেই কার্যত দুইভাগে বিভক্ত পদ্ম শিবির। সংশ্লিষ্ট মহলের একাংশ বলছেন, নতুন জেলা কমিটিতে সৌমেন্দুরা একা নন, শুভেন্দুর ‘গুড বুকে’ থাকা অনেকেই জায়গা পেয়েছেন। যা দলের সকলে ভাল চোখে দেখছেন না। স্বাভাবিকভাবেই, পূর্ব মেদিনীপুরের দুটি সাংগঠনিক জেলায় শুভেন্দু ঘনিষ্ঠরা প্রায় সকলেই একের পর এক পদে পাওয়ায় বিজেপির অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:- ঝাড়গ্রামে মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে টাকা চাওয়ায় গ্রেফতার ২
আরও পড়ুন:- গ্রামীণ রাস্তায় বালি বোঝাই ট্রাক্টর চলাচলে লাগাম টানতে মেদিনীপুর গ্রামীণে পথ অবরোধ তৃণমূল কর্মীদের
যদিও, বিজেপির তরফে দাবি করা হয়েছে, নিয়ম মেনেই কমিটির রদবদল করা হয়েছে। বিষয়টি অন্যভাবে দেখা ঠিক হবে না বলেই দাবি জেলা পদ্ম নেতৃত্বের। সৌম্যেন্দুর কথায় অবশ্য, ”বিজেপি-তে অধিকারী পরিবারের যাত্রা শুরু বলাটা ঠিক হবে না। গত বিধানসভা নির্বাচনের আগে ডিসেম্বরে বিজেপি-তে যোগ দিয়েছিলাম। সে সময় জেলা কমিটিতে যোগ দিয়ে বিধানসভার জন্য লড়াই করেছি। যার ফলে কাঁথিতে বিজেপি ভাল ফল করেছে।
আরও পড়ুন:- পঞ্চায়েত থেকে ব্যবস্থা না করায় নিজ উদ্যোগে গ্রামে আলোর ব্যবস্থা করল কেশিয়াড়ির এক ব্যক্তি
এ বার সেই লড়াইয়ের পুরস্কার স্বরূপ দলীয় নেতৃত্ব আমার উপর নতুন দায়িত্ব তুলে দিয়েছেন। আমার এখন মূল লক্ষ্য সামনের পুরসভা নির্বাচনে কাঁথি এবং এগরা পুরসভার জয় ছিনিয়ে নেওয়া। সেই লক্ষ্যেই কাজে ঝাঁপাব।” অপরদিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল। এই পরিস্থিতিতে কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃনমূলের সভাপতি সুপ্রকাশ গিরি বলেন. “বিজেপি বলতে রাজ্যে কিছু নেই। শুভেন্দু অধিকারী অনুগামীরা এখন বিজেপি।”
আরও পড়ুন:- প্রজাতন্ত্র দিবসের আগে পুলিশের তল্লাশি, মেদিনীপুর বাসস্ট্যান্ডে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Municipality Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore