Home » Flyover Protest : দ্রুত উড়ালপুর নির্মাণের কাজ সম্পন্ন করার দাবীতে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ

Flyover Protest : দ্রুত উড়ালপুর নির্মাণের কাজ সম্পন্ন করার দাবীতে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : উড়ালপুর নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা সহ একাধিক দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখালো বালিচক স্টেশন উন্নয়ন কমিটি। বুধবার দুপুরে মেদিনীপুর রেল স্টেশন থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। পরে ডেপুটেশন জমা দেয় অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) মৌমিতা সাহা-র দপ্তরে। উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী, বিশ্বজিৎ ভূঞ্যা, সভাপতি সুভাষচন্দ্র মাইতি সহ অন্যান্যরা। বেশ কয়েক বছর ধরে বালিচক উড়ালপুর নির্মাণের কাজ চলেছে। সেই কাজ মন্থরগতিতে চলার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দা সহ উন্নয়ন কমিটির সদস্যরা।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

2/4. তাদের অভিযোগ, ৭৩০দিনে কাজ সম্পূর্ণ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। পাশাপাশি রেল ক্রসিং দিয়ে মোটরসাইকেল এবং ছোট যানবাহন চলাচল করতো। তাও বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়দের বিক্ষোভে জানিয়েছিল তিন মাসের মধ্যে ওই রেল ক্রসিং পুনরায় খুলে দেওয়া হবে। তা আজ পর্যন্ত বন্ধ থাকায় মোটরসাইকেলসহ এম্বুলেন্স পারাপারে সমস্যায় ভুগতে হচ্ছে।

আরও পড়ুন : “বাইরে বেরোবেন না, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রবল,” রামনবমী মিছিলে বাইকে দিলীপ ঘোষ

আরও পড়ুন : “ক্ষমতায় আমরাই এনেছিলাম, আমরাই নামাতে পারবো”, চাকরি হারিয়ে ফের বিক্ষোভ মেদিনীপুর শহরে

3/4.রোগীদেরও কাঁধে করে পার করতে হচ্ছে বলেও অভিযোগ। কবে সম্পূর্ণ হবে উড়ালপুল নির্মাণের কাজ তা নিয়েও সংশয় প্রকাশ করেন কমিটির সদস্যরা। কমিটির সম্পাদক কিংকর অধিকারী বলেন, “উড়ালপুল ৭৩০ দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও প্রায় ছয় বছর হয়ে গেল এখনও সম্পূর্ণ হয়নি। খুবই ঢিমেতালে চলছে কাজ।

আরও পড়ুন : একসঙ্গে ৪ শিক্ষকের চাকরি বাতিল চন্দ্রকোনার স্কুলে

আরও পড়ুন : মেদিনীপুরে মহিলা থানার অভ্যন্তরে মহিলাদের নির্যাতনের প্রমাণ, ‘মোমকাণ্ডে’ পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের

4/4. দ্রুত কাজ সম্পন্ন করার দাবিতে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখিয়েছি। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণে জল নিকাশির ব্যবস্থা, কালভার্ট নির্মাণ, শ্যামচক পর্যন্ত ঢালাই রাস্তা সহ একাধিক দাবি আমরা জানিয়েছি জেলা শাসকের দপ্তরে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Flyover Protest

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.