Home » Bad road : বেহাল রাস্তার হাল ! ঝোলায় ঝুলিয়ে নিয়ে যেতে হচ্ছে রোগীকে

Bad road : বেহাল রাস্তার হাল ! ঝোলায় ঝুলিয়ে নিয়ে যেতে হচ্ছে রোগীকে

by Biplabi Sabyasachi
0 comment

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাস্তার অবস্থা বেহাল তাই অসুস্থ মহিলাকে বাঁশের মাচায় করে নিয়ে আসা হচ্ছে মূল রাস্তায়। এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরে। অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় ২ নম্বর গ্রামরাজ অঞ্চলের সানদেউলি গ্রামে ঢোকার রাস্তা বেহাল । প্রায় ৭০০ মিটার রাস্তার অবস্থা এমনই খারাপ সেই রাস্তা দিয়ে যাতায়াত করাই দুর্বিষহ।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : নারায়ণগড়ে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে অ্যাসিডের ট্যাঙ্কার

অসুস্থ হয়ে পড়লে বৃষ্টি হলে রোগীকে এভাবেই নিয়ে আসতে হয় বলেই অভিযোগ। সান দেউলি গ্রামের বাসিন্দা ৬৫ বছরের সরস্বতী সামট হার্টের রোগী। হঠাৎ তিনি অসুস্থ হওয়ায় গ্রাম থেকে মূল রাস্তা অব্দি বের করে নিয়ে আসতে হচ্ছে ঠিক এভাবেই । নিজের ছেলে এবং স্থানীয়রা একত্রিত হয়ে অসুস্থ ভদ্রমহিলাকে নিয়ে আসছেন মূল রাস্তায় ।

আরও পড়ুন : খড়পুরের নিমপুরায় ফ্লাইওভারের রেলিং ভেঙে সোজা রেললাইনে মালবোঝাই ট্রাক! ঘটনাস্থলেই মৃত্যু চালকের

কেননা টানা বৃষ্টিতে গ্রামের ঢোকার রাস্তা একরকম প্রায় বন্ধ । ওই এলাকায় প্রায় ২৫ থেকে ৩০ টি এস সি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন বলেই দাবি ওই এলাকার বাসিন্দার ।

ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার বাসিন্দা নান্টু পুইলা। তিনি বলছেন, “আমরা এখানে ২৫টি পরিবার থাকি। সকলেই তফসিলি জাতির। এই রাস্তার জন্য় জেলা শাসক থেকে শুরু করে বিডিও, সকলকেই ই-মেল করে অভিযোগ জানিয়েছি। এসডিও থেকে শুরু করে প্রধানকেও জানিয়েছি। বারবার বলার পরেও এখনও কোনও সুরাহা পায়নি। এমন অবস্থা যে সাইকেল, বাইকও যেতে পারছে না। তাই কেউ অসুস্থ হলে তাঁকে ওইভাবে কাঁধে করে নিয়ে যাওয়া ছাড়া কোনও উপায় নেই।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Bad road

Biplabi Sabyasachi Largest Bengali Newspape

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.