পত্রিকা প্রতিনিধি : করোনা জয় করে বাড়ি ফিরলেন বেলদার করনা আক্রান্ত প্রাথমিক শিক্ষক।বিজ্ঞান মঞ্চের সাথে যুক্ত ওই প্রাথমিক শিক্ষক এর বুধবার রিপোর্টে পজেটিভ আসে।স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে বেলদার ওই শিক্ষককে এবং তার কন্যার শারীরিক অসুস্থতা থাকায় তাদের নিয়ে যাওয়া হয় মেদিনীপুরের আয়ুস হাসপাতালে।সেখানে চিকিৎসার পর শালবনী করোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।মাঝে তার মেয়ের রিপোর্ট পজিটিভ আসার পর রবিবার বিকেলে করোনা আক্রান্ত ওই শিক্ষকের স্ত্রীর রিপোর্টও পজিটিভ আসে।
তবে তার মাঝেও স্বস্তির খবর বেলদায়।আক্রান্ত ওই শিক্ষক করোনা জয় করে নেগেটিভ হয়ে বাড়ি ফেরেন।সুত্রের খবর সোমবার সকালে স্বাস্থ্য দপ্তরের গাড়িতে তাকে বাড়ি পাঠানো হয়।তবে বিজ্ঞান মঞ্চের ওই কর্মী করোনা আক্রান্ত শিক্ষক সকলের জন্য সচেতনতার বার্তা দেন।করোনা জয়ের পর তিনি জানান-“সকলকে মাস্ক পরতে হবে।সচেতন থাকতে হবে সকলকে।প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না।”
তবে করোনা জয় করে ফেরায় খুশি সকলে।তবে এখনও স্ত্রী ও কন্যা ভর্তি করোনা হাসপাতালে।তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে সুত্রের খবর।
2
previous post