Attack on BJP’s district office in Jhargram
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দলের জেলা কার্যালয়ে হামলা চালিয়ে তালা দেওয়া এবং জেলা সভাপতিকে হেনস্থা করার অভিযোগে বহিষ্কৃত হলেন বিজেপির চার নেতা। বিজেপির রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে তাঁদের চিঠি দিয়ে দল থেকে বহিষ্কারের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
বিজেপি সূত্রের খবর, বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুমন্ত মহান্তি, প্রাক্তন জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক পালহান সরেন, যুব মোর্চার বিনপুর বিধানসভার প্রাক্তন পর্যবেক্ষক সত্য মল্লিক ও ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকার নেতা বাপ্পা বসাকের নেতৃত্বে পুরভোটের আগে জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। জেলা সভাপতি তুফান মাহাতোর গঠন করা জেলা কমিটি নিয়ে আপত্তি তুলে সেদিন বিস্তর গোলমাল হয় দলের কার্যালয়ে।
তুফানকে হেনস্থাও করা হয় বলে অভিযোগ। বিজেপির জেলা সহ-সভাপতি দেবাশিস কুণ্ডু বলেন, ‘‘দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজের অভিযোগে রাজ্য নেতৃত্ব চারজনকে বহিষ্কার করেছেন।’’ বহিষ্কৃতরা অবশ্য এদিন কোনও মন্তব্য করতে চাননি। তাঁরা চিঠি পাওয়ার কথাও অস্বীকার করেছেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Jhargram
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore