Asha worker killed by an Elephant Attack, cause is unclear. According to department, the dead woman’s name is Shaswati Satpati (45).
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঝাড়গ্রাম লাগাতার হাতির হানায় মৃত্যুর পর এবার পশ্চিম মেদিনীপুরে। বুধবার সকালে জেলার গোয়ালতোড় থানা এলাকায় এক মহিলার মৃত্যু হাতির হানায়। বনদপ্তর থেকে জানা গিয়েছে, মৃত মহিলার নাম শাশ্বতী সৎপতি (45)। বাড়ি গোয়ালতোড় থানার কেচুরিয়াতে। ওই মহিলা পেশায় আশাকর্মী। তবে কিভাবে ঘটলো হাতির হানা, কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়।রূপনারায়ণ বন বিভাগে এর আগেও একাধিকবার হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটেছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
কখনো হাতির লেজ ধরে টানতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে, কখনো আবার পূজো সেরে জঙ্গলপথে বাড়ি ফেরার সময় পুরোহিতের মৃত্যু ঘটেছে। তবে এবার মৃত্যু ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। মহালিসাই রেঞ্জের আধিকারিক পিন্টু কুন্ডু জানিয়েছেন, “দু’রকম কারণ উঠে আসছে। অনেকের মুখে শোনা যাচ্ছে হাতিকে ধান খাওয়াতে গিয়েছিলেন ওই মহিলা সেই সময় এই ঘটনাটি ঘটে।
Elephant Attack
আবার অনেকে বলেন সকালে প্রাতঃভ্রমণের পথে ঘটনাটি ঘটে। সঠিক কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে।” মৃতার ভাইপো অর্ধেন্দু সৎপতি বলেন, “গ্রামে একটি গুজব ছড়িয়েছে যা সম্পূর্ণভাবে মিথ্যা। আমার কাকিমা প্রতিবন্ধী। তিনি প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণে যান পেরুবাদের রাস্তা দিয়েই। এদিনও গিয়েছিলেন। সঙ্গে আরও একজন ছিলেন। সেই সময় ওই এলাকায় একটি জলাশয়ে দলছুট দাঁতাল জল খেতে নেমেছিল।
আরও পড়ুন : খড়্গপুরে রেল লাইনে ট্র্যাকের সংযোগস্থলে পাথর ও কাঠের টুকরো রেখে দুর্ঘটনার ছক, গ্রেফতার যুবক
আরও পড়ুন : পাঁচ লক্ষ চারা গাছ রোপণের মধ্য দিয়ে মেদিনীপুর বনবিভাগে পালিত হবে ‘বনমহোৎসব’
রাস্তা দিয়ে যাতায়াতের সময় দেখতে পেয়ে হাতি তাড়া করে নিয়ে আসে। সঙ্গে থাকা অন্য মহিলা দৌড়ে পালাতে সক্ষম হলেও, কাকিমাকে শুঁড়ে ধরে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।” স্থানীয়রা জানিয়েছেন রাতে খাবারের খোঁজে গ্রামে প্রবেশ করেছিল হাতিটি। সকালে ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
আরও পড়ুন : হাতি তাড়াতে গিয়ে হাতির হানায় মৃত্যু হুলা টিমের দুই সদস্যের, জখম এক
আরও পড়ুন : কেশপুরে জয়ী অভিষেক ব্যানার্জীর পছন্দের প্রার্থী, বিরুদ্ধে থাকা কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper