0
পত্রিকা প্রতিনিধি : গোপীবল্লভপুরের একটি বাড়ি থেকে ৯ জন এ বি ভি পি- এর সদস্যকে গ্রেপ্তার করল গোপীবল্লভপুর থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপীবল্লভপুরের একটি বাড়িতে ওই নয় জন সদস্য অনলাইন লটো গেম খেলছিল সেই সময় গোপীবল্লভপুর থানার পুলিশ গিয়ে গ্রেপ্তার করে। যা নিয়ে উঠছে প্রশ্ন? যেখানে এই সদস্যরা ছাত্র-ছাত্রীদের শিক্ষার আলো দেখাবেন সেই জায়গায় তারা নিজেরা জোয়ার ঠেক বসাচ্ছেন। আজ সেই নয়জন সদস্যকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।