Home » অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর অভিযোগ, উত্তেজনা খড়্গপুর মহকুমা হাসপাতালে

অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর অভিযোগ, উত্তেজনা খড়্গপুর মহকুমা হাসপাতালে

by Biplabi Sabyasachi
0 comments

Hospital

আরও পড়ুন ঃ এগরায় বিজেপি কর্মী মৃত্যুর ঘটনায় মাননীয়ার পুলিশ কোন তদন্ত শুরু করেনি, তোপ শুভেন্দুর

অরিজিত দাস: অক্সিজেনের(Oxygen) অভাবে সদ্যজাত শিশুর মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল। রবিবার ঘটনাটি ঘটেছে খড়্গপুর মহকুমা হাসপাতালে (Kharagpur Sub Divisional Hospital)। শনিবার রাতে এই হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন পুরাতন বাজারের সরিনা বিবি (Sarina Bibi)। এ দিন সকালে এক পুত্র সন্তান প্রসব করেন ওই প্রসূতি। তবে জন্মের পরেই শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় ওই সদ্যজাতের। এর পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Medinipur Medical College and Hospital)স্থানান্তরিত করা হয় তাকে। ডাকা হয় অ্যাম্বুলেন্স। তবে অক্সিজেনের অভাবে ক্রমেই নেতিয়ে যায় ওই শিশুপুত্র।

Hospital

আরও পড়ুন ঃ দলবিরোধী কাজের অভিযোগ, এগরায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের

পরিজনেরা অক্সিজেন-সহ সদ্যজাতকে অ্যাম্বুলেন্সে মেদিনীপুরে পাঠানোর আবেদন জানায় হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে অ্যাম্বুলেন্সেও অক্সিজেন না থাকায় চাওয়া হয় অক্সিজেন সিলিণ্ডার। অভিযোগ, সেই সময় অক্সিজেনের সিলিণ্ডার দিতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অক্সিজেন ছাড়াই দোতলা থেকে শ্বাসকষ্টে ভুগতে থাকা সদ্যোজাতকে দোতলা থেকে নামিয়ে আনতে বাধ্য হয় পরিজনেরা। তবে অ্যাম্বুলেন্সে ওঠার আগেই নিথর হয়ে যায় শিশুর দেহ। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে শিশুর পরিজনেরা।

নিজস্ব চিত্র

আরও পড়ুন ঃ পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়া আরও এক আসামী গ্রেফতার হলদিয়ায়

বিপদের সময়ে অক্সিজেন না দিয়ে শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হল বলে অভিযোগ তোলে সদ্যোজাত শিশুর বাবা শেখ জাহাঙ্গির (Sk. Jahangir)। তিনি বলেন, “আমরা এক মেয়ের পরে এই শিশুপুত্রকে পেয়ে খুব খুশিতে ছিলাম। কিন্তু সেই খুশি হাসপাতাল কর্তৃপক্ষ কেড়ে নিল। শুধুমাত্র হাসপাতালের গাফিলতিতে অক্সিজেনের অভাবে আমার ছেলেটা মারা গেল। ছেলে আর ফিরবে না। কিন্তু আর কোনও বাবা-মায়ের সঙ্গে যেন এমনটা না হয়।”বিষয়টি নিয়ে অবশ্য অভিযোগ অস্বীকার করে হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় (Krishnendu Mukjerjee) বলেন, “সদ্যজাত শিশুর ক্ষেত্রে হাসপাতালে অক্সিজেন দিয়ে নামানোর কোনও নিয়ম নেই। শিশুর অবস্থা একেবারে খারাপ ছিল। তাই রেফার করা হয়েছিল। কিন্তু তার পরেও বাঁচানো যায়নি। তবে এছাড়া যদি পরিবারের কোনও গাফিলতির অভিযোগ থাকে তবে আমি খতিয়ে দেখব।”

আরও পড়ুন ঃ স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্থান মেদিনীপুর কলেজ চত্বরের রাস্তার একপাশ থেকে সরানো হল হকারদের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Hospital

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.