Home » খড়্গপুর ডিভিশনাল ফরেস্ট অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূল সমর্থিত অস্থায়ী বনকর্মীদের বিরুদ্ধে

খড়্গপুর ডিভিশনাল ফরেস্ট অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূল সমর্থিত অস্থায়ী বনকর্মীদের বিরুদ্ধে

by Biplabi Sabyasachi
0 comments

Forest Office

আরও পড়ুন ঃপশ্চিম মেদিনীপুরে নাকা তল্লাশি চল‍াকালীন আটক বেশকয়েকটি ওভারলোডেড বালি গাড়ি

পত্কা প্রতিনিধি: মুখ্যমন্ত্রী (chief-Minister)নির্দেশ দিলেও বন দফতরের আধিকারিকরা নিজেদের পরিচিত লোকজনকে বন স0হায়ক পদে নিয়োগ করেছে, এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল তৃণমূল সমর্থিত অস্থায়ী বনকর্মীরা। তাদেরও স্থায়ীকরণ করতে হবে এই দাবিতে মঙ্গলবার খড়্গপুর ডিভিশনাল ফরেস্ট (হিজলি) (Kharagpur Divisional Forest, Hijli) অফিসে ডেপুটেশন দিতে আসে তৃণমূলের (Tmc) শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC) সমর্থিত পশ্চিমবঙ্গ অস্থায়ী বনকর্মী মজদুর ইউনিয়ন।ডেপুটেশন দিতে এসে অফিসে ডিএফও- (DFO)কে না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন। অফিস চত্ত্বরে চালালো ভাঙচুর। ভেতরে থাকা বিভিন্ন গাছের টব, বসার চেয়ার ভেঙে ফেলে।

(নিজস্ব চিত্র)

অস্থায়ী কর্মীদের অভিযোগ, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমতায় আসার পরে বন দফতরে স্থানীয় ছেলেদের নিয়োগের অগ্রাধিকারের কথা বললেও আধিকারিকরা সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের পরিচিত লোকেদের বন সহায়ক পদে নিয়োগ করেন। মঙ্গল বেসরা নামে এক অস্থায়ী বনকর্মী বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গল এলাকায় কাজ করে যাচ্ছি। অথচ আধিকারিকরা তাদের নিজেদের লোক ঢুকিয়ে দিয়েছে। এছাড়া অস্থায়ী বনকর্মীদের দিয়ে আধিকারিকরা নিজেদের ব্যক্তিগত কাজ করাচ্ছেন। হাতি তাড়ানো কাজে হুলা পার্টির সদস্যদের 26 দিনের বেতন সহ সকল অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি তুলে এদিন। পরিস্থিতি উত্তপ্ত দেখে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অস্থায়ী বনকর্মীরা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Forest Office

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.