Tree Smuggling : রাতের অন্ধকারে কেটে ফেলা হল বহু গাছ। তা পাচারের আগেই উদ্ধার করল গুড়গুড়িপাল থানার পুলিশ। আর এতেও অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। অনেকের অভিযোগ, এর পেছনে শাসক দলের স্থানীয় নেতাদের মদত রয়েছে।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গড়বেতার গাছ পাচার কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বেআইনিভাবে গাছ পাচারের অভিযোগ মেদিনীপুর সদর ব্লকে। রাতের অন্ধকারে কেটে ফেলা হল বহু গাছ। তা পাচারের আগেই উদ্ধার করল গুড়গুড়িপাল থানার পুলিশ। আর এতেও অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। অনেকের অভিযোগ, এর পেছনে শাসক দলের স্থানীয় নেতাদের মদত রয়েছে।
আরও পড়ুন : রাতভর নিখোঁজ যুবক! সাতসকালেই পশ্চিম মেদিনীপুরের শিলাবতী নদী থেকে উদ্ধার মৃতদেহ
যদিও তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি গঙ্গাধর ঘোষ অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার তদন্ত করে পুলিশ দোষীদের গ্রেফতার করুক। সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ জানিয়েছেন, “গাছ পাচার কাণ্ডে রাঘব বোয়ালরা রয়েছে।” জানা গিয়েছে, কনকাবতী গ্রাম পঞ্চায়েতের লোহাটিকরীতে পঞ্চায়েতের কাজু বাগান রয়েছে। কাজু গাছের পাশাপাশি রয়েছে বড় নিম ও বনশিরিষ গাছও। রাতের অন্ধকারে বহু নিম, বনশিরিষ ও কাজু গাছ কেটে ফেলে কেউ বা কারা।
আরও পড়ুন : কাঁচা বয়সে বিয়ে নয়! পশ্চিম মেদিনীপুরে নাবালিকার বিবাহ বন্ধ করতে নাটকে অংশ নিলেন প্রশাসনিক আধিকারকরা
ঘটনা জানতে পেরে থানায় অভিযোগ জানান কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বজিৎ কর্মকার। তিনি বলেন, “লোহাটিকরীতে পঞ্চায়েতের কাজু বাগানে নিম, শিরিষ সহ কাজু গাছ কেউ বা কারা কেটে ফেলেছে। গুড়গুড়িপাল থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।” অভিযোগ পেয়ে রাতেই পৌঁছে এলাকায় পাহারা দেয় পুলিশ। পরে গাছগুলিকে উদ্ধার করে গুড়গুড়িপাল থানার পুলিশ।
আরও পড়ুন : অভিনব উদ্যোগ! মহিলাদের নিরাপত্তার জন্য খড়্গপুরে গঠিত হল পুলিশের ‘উইনার্স টিম’
সূত্রের খবর বেশ কয়েকজনকে গাছ কাটা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেতাদের মদতেই নাকি এই গাছ কাটা হয়েছে। গাছগুলি এক ব্যক্তিকে বিক্রি করা হয়েছে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী গড়বেতায় অবৈধ ভাবে গাছ কাটা নিয়ে কড়া বার্তা দেন। তিনি জানিয়েছেন, গাছ কাটা পঞ্চায়েতের নয়, বন দফতরের কাজ।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে রেল লাইনে কাজ করার সময় মাটি কাটা যন্ত্র চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির
কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার পরেই লোহাটিকরীতে গাছ পাচারের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। বিজেপির জেলা সহ সভাপতি অরূপ দাস বলেন, “বালি, সরকারী জমির পর এবার গাছে নজর তৃণমূল নেতাদের। রাতের অন্ধকারে তারা পাচার করে টাকা লুট করছে। ওই এলাকায় শুধু গাছ নয়, একটি খাল থেকে অবৈধ ভাবে মাটি, বালিও বিক্রি করছে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Tree Smuggling
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore