Home » Medinipur Sadar : জ্বালানি সংগ্রহের নামে গাছ কাটার অভিযোগ মেদিনীপুর সদরে, বাজেয়াপ্ত করল বন দফতর

Medinipur Sadar : জ্বালানি সংগ্রহের নামে গাছ কাটার অভিযোগ মেদিনীপুর সদরে, বাজেয়াপ্ত করল বন দফতর

by Biplabi Sabyasachi
0 comments

Allegations of cutting trees in the name of fuel collection in Medinipur sadar, seized by the forest department.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আগুনে পুড়ে গিয়েছে জঙ্গল। পাতা পুড়ে গিয়ে কার্যত শুকনো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে গাছগুলি। যদিও স্থানীয়দের দাবি গাছগুলি এখনও বেঁচে আছে। বৃষ্টি হলেই নতুন করে আবার ডালপাতার বিস্তার ঘটাবে। জ্বালানির ঝাঁটি (সরু) কাঠের সঙ্গে শাল গাছ কেটে নিয়ে পালানোর সময় একদল মহিলাকে আটক করলো স্থানীয় বন সুরক্ষা কমিটির মহিলারা। বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত কাঠ। ভবিষ্যতে যেন জঙ্গলে প্রবেশ না করে তারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Medinipur Sadar
নিজস্ব চিত্র

শুক্রবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের হেতাশোল এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পার্শ্ববর্তী গ্রামের একদল মহিলা বেশ কয়েকদিন ধরে ওই জঙ্গলে ঢুকে জ্বালানি কাঠ সংগ্রহের নামে শাল গাছ কেটে নিয়ে যাচ্ছিল। নজরে রেখেছিল বন সুরক্ষা কমিটির সদস্যরা। এদিন সকাল থেকে ওত পেতে ছিলেন। ওই মহিলারা জঙ্গলে প্রবেশ করে গাছ কেটে আনার সময় তাদের ধরে ফেলেন। খবর দেয় বনদপ্তরে। চাঁদড়া রেঞ্জের বনকর্মীরা এসে সেই গাছগুলি বাজেয়াপ্ত করে বন দফতরে নিয়ে যায়।

Medinipur Sadar

স্থানীয় বন সুরক্ষা কমিটির সদস্যা রিংকু মাহাত, অনিতা মাহাত, সুষমা মাহাত-রা বলেন, কয়েকদিন ধরে ওই মহিলারা জ্বালানি সংগ্রহের নামে শাল গাছ কেটে নিয়ে যাচ্ছিল। দুই একজন বাধা দিলেও তাদের কথা কেউ শোনেনি। ফলে এদিন সকাল থেকেই লক্ষ্য রেখেছিলাম তাদের। কাঠ কেটে ফেরার সময় বনদপ্তরের সহযোগিতায় তাদের আটকানো হয়েছে। গাছগুলি বাজেয়াপ্ত করেছে বনদপ্তর।

আরও পড়ুন : ঘাটালে ১৩ বছরের নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক

আরও পড়ুন : ঘাটালে হাসপাতালের বেডে বসেই ইংরেজি পরীক্ষা দিল চার অসুস্থ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

এবং জানিয়ে দেওয়া হয়েছে নিজেদের জঙ্গল ছেড়ে আমাদের জঙ্গলে জ্বালানি সংগ্রহের জন্য তাদের প্রবেশ করা চলবে না। বন দফতর থেকে জানা গিয়েছে, ওই জ্বালানি কাঠের সঙ্গে বেশ কিছু শাল গাছও পাওয়া গিয়েছে। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জঙ্গলের পাশাপাশি হেতাশোলের জঙ্গলও পুড়ে গিয়েছে। সেই সুবাদে শুকনো কাঠ বলে গাছ কেটে নেওয়ার অভিযোগ। জঙ্গলের গাছ কাটার লক্ষ্যেই একদল ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে বিরল হলুদ শিমুল দর্শন, শোভাযাত্রা সহকারে দত্তক নিল বিদ্যালয়

আরও পড়ুন : ডেবরায় দ্রুতগতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় মারধরে মৃত্যু শিক্ষকের, গ্রেফতার ৫

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Medinipur Sadar

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.