Home » Ragging : মেদিনীপুর শহরে সরকারি বালিকা বিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগ

Ragging : মেদিনীপুর শহরে সরকারি বালিকা বিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগ

by Biplabi Sabyasachi
0 comments

School Ragging : মেদিনীপুর শহরের একটি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে সিনিয়রদের দ্বারা জুনিয়র ছাত্রীকে র‌্যাগিংয়ের অভিযোগ। ঘটনাটি অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে সম্প্রতি বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর কয়েকজন ছাত্রী বিভিন্নভাবে অত্যাচার করেছে বলে অভিযোগ।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহরের একটি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে সিনিয়রদের দ্বারা জুনিয়র ছাত্রীকে র‌্যাগিংয়ের অভিযোগ। ঘটনাটি অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে সম্প্রতি বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর কয়েকজন ছাত্রী বিভিন্নভাবে অত্যাচার করেছে বলে অভিযোগ।

নিজস্ব চিত্র

সিনিয়রদের কথামতো কাজ না করায় ছুরি নিয়েও নাকি ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। গত বুধবার এই মর্মে বিদ্যালয়ের দায়িত্বে থাকা শিক্ষিকাদের জানায় ছাত্রীর বাবা-মা। আক্রান্ত ছাত্রীর মা মণি দাস জানান, “আমার মেয়েকে দিয়ে উঁচু ক্লাসের কয়েকজন ছাত্রী তাদের শ্রেণীকক্ষে নিয়ে গিয়ে গা হাত পা টেপাতো, জল আনা, বাসন মাজা সবই করাতো। আমার মেয়ের একটু শারীরিক সমস্যা রয়েছে।

অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়।

আরও পড়ুন : শালবনীতে বজ্রপাতে মৃত্যু দুই কৃষকের, পাশে থাকার আশ্বাস পঞ্চায়েত সমিতির

তাকে নাচতেও বলে ওরা যখন তখন। বিষয়টি আমরা জানতে পেরে ওকে বারণ করাতে সেই কাজ বন্ধ করে দেয় সে। তারপরে আমার মেয়েকে ভয় দেখিয়ে মানসিক নির্যাতন করে বিদ্যালয়ের ছাদে নিয়ে গিয়ে।” ঘটনায় আতঙ্কিত ওই ছাত্রীর বাবা শিবাশীষ দাস বলেন, “আমার মেয়ে ক্লাস থেকে বেরিয়ে বাথরুমে যখন গিয়েছিল তখন তাকে উপরে নিয়ে চলে গিয়েছিল ওই সিনিয়ার ছাত্রীরা। সেখানে গিয়ে ভয় দেখানো ও নানা রকম অত্যাচার করেছে।

আমি চাই অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক তাদের বিরুদ্ধে।” ছাত্রীর বাবা-মা বিদ্যালয়ের দ্বারস্থ হতেই নড়ে বসল কর্তৃপক্ষ। তবে অভিযুক্ত ছাত্রীদের সঠিকভাবে চিহ্নিত না করতে পারায় বিদ্যালয়ে সিসি ক্যামেরা লাগিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পথে শিক্ষক ও পরিচালন কমিটি। ডাকা হয় জরুরি বৈঠক। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুজাতা গোস্বামী বলেন, “বিষয়টা আমরা শোনার পর সঙ্গে সঙ্গে ওই ছাত্রীকে নিয়ে অভিযুক্ত ছাত্রীর খোঁজে গিয়েছিলাম।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে কৃষকদের শস্য বীমার আওতাভুক্ত করার কাজ জোরকদমে, ট্যাবলোর উদ্বোধন জেলাশাসকের

সেখানে গিয়ে অভিযুক্ত সেই ছাত্রীকে শনাক্ত করতে পারেনি সঠিকভাবে। কারণ সে নাকি মাস্ক পরেছিল। ফলে সঠিক চিহ্নিত করতে না পারায় ব্যবস্থা নিতে পারছি না। কিন্তু বিদ্যালয়ে এই ধরনের পরিস্থিতি কাঙ্খিত নয়। আমরা সিসি ক্যামেরা লাগিয়ে প্রয়োজনীয় যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেগুলো নেওয়া শুরু করে দিয়েছি। সবার কাউন্সেলিং-এর দিকেও নজর রাখছি।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Lightning Death

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.