Agriculture
আরও পড়ুন ঃ–কর্তৃপক্ষ ১০ শতাংশ ফি মুকুব করলেও মানতে নারাজ, ফের বিক্ষোভে Vidyasagar University- এর ছাত্রছাত্রীরা
পত্রিকা প্রতিনিধিঃ ‘যশ’- এর তান্ডবে ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্র উপকূলবর্তী একাধিক এলাকা। প্রবল জলোচ্ছ্বাসের ভেসে গিয়েছে বাড়িঘর থেকে চাষ জমিও। আর এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে সমুদ্র উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা পরিদর্শনে রাজ্যের কৃষি মন্ত্রী( Agriculture Minister)শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandev Chatterjee)। শুক্রবার জেলা পরিদর্শনের দ্বিতীয় দিনে ‘যশ’ জেরে বিভিন্ন জলবন্দী এলাকা এবং কৃষিজমির ক্ষয়ক্ষতি পরিদর্শন করলেন। এদিন মন্ত্রী সকালে প্রথমে শংকরপুর(Shankarpur) সমুদ্র( Sea) সৈকত এলাকায় এসে ভেঙেপড়া সমুদ্রবাঁধ পরিদর্শন করেন এবং বেশকিছু কৃষিএলাকা পরিদর্শন করেন। তারপর পর বালিসাই এ কৃষিএলাকা পরিদর্শন করেন।পাশাপাশি সমুদ্র তীরবর্তী কালিন্দী (Kalindi) ,মন্দারমনি (Mandarmani) সহ বেশকিছু গ্রামএলাকা পরিদর্শনে যান কৃষিমন্ত্রী ( Agriculture Minister )।এদিন পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী ( Agriculture Minister) জানান, মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjeeনির্দেশে দু-দিন ধরে দিঘা উপকূলবর্তী বিস্তীর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং কৃষকদের কথাও শোনেন তিনি।
রাজ্যের মধ্যে সর্বাধিক পূর্ব মেদিনীপুরেই(East Medinipur)ক্ষতি হয়েছে বলে জানান।তবে এই সমস্ত সমুদ্র তীরবর্তী এলাকায় সবুদ্রের নোনাজল প্রবেশ করেছে,সেই সমস্ত এলাকায় কৃষকদের নতুন প্রজাতির নোনাজল সহনশীল ধানের বীজ দেওয়া হবে বলে জানান।এদিন কৃষিমন্ত্রীর সাথে সমুদ্র তীরবর্তী এলাকা পরিদর্শনে ছিলেন মৎস্যমন্ত্রী(Fisheries Minister)অখিল গিরি(Akhil Giri)।এদিন দুপুরে কৃষিদপ্তরের আধিকারিকদের সাথে একটি কৃষির ক্ষতি নিয়ে রিভিউ মিটিং করেন। এই রিভিউ মিটিং এ উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষিকর্মাধ্যক্ষ সেক সাজাহান,কৃষিবিভাগের যুগ্ম সচিব হৃষিকেশ মুদি,যুগ্মকৃষিঅধিকর্তা সম্প্রসারন গৌতম কুমার ভৌমিক,এছাড়াও জেলার একাধিক কৃষিআধিকারিকেরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Agriculture
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore