ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পেট্রোলে ভেজাল ও পরিমাণে গড়মিলের অভিযোগ ছিল বেশ কয়েকটি পাম্পে। সূত্রের খবর সেই অভিযোগ পৌঁছেছিল ক্রেতা সুরক্ষা দপ্তরের কাছে। তারপরই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার একাধিক পেট্রোল পাম্পে বুধবার বিকেলের পর অভিযান চালালো ক্রেতা সুরক্ষা দপ্তর। দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতকে সঙ্গে নিয়েই এই অভিযান চালানো হয় বুধবার অনেক রাত পর্যন্ত।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বিভিন্ন বিষয়ে গড়মিল থাকায় সিল করে দেওয়া হলো বেশ কয়েকটি পাম্প। এদিন বিকেল থেকেই ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রীসহ আধিকারিকরা অভিযানে বেরিয়েছিলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলাতে। ঝাড়গ্রাম জেলায় বেশ কয়েকটি পাম্পে ঘুরে অসঙ্গতিও ধরেন। সেখান থেকে মেদিনীপুরে ফেরার পথে গুড়গুড়িপাল থানার চাঁদড়া এলাকার একটি পেট্রোল পাম্পে অসঙ্গতি দেখতে পান পেট্রোলে।
Petrol Pump Sealed
সেটিকে সিল করে পাম্প বন্ধ রাখার নির্দেশ দেন মন্ত্রীসহ দপ্তরের আধিকারিকরা। এরপর একইভাবে বুধবার সন্ধ্যার পর মেদিনীপুর শহরেও বেশ কয়েকটি পাম্পে অভিযান চালান তারা। মেদিনীপুর শহরের বটতলাচক এলাকার একটি পাম্পে কয়েকটি মেশিনে হিসেবে ও গুণগত মানে গরমিল দেখতে পান আধিকারিকরা। এরপরই পাম্পের লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পর পাম্পের কয়েকটি মেশিন সিল করে দেন তারা।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর সুবাদে রাতারাতি ‘ বিখ্যাত ‘ চপ বিক্রেতা! চলল সেলফি তোলার হিড়িক
ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো এই অভিযানে সঙ্গে থাকলেও সবটা খোলাসা করেননি। তবে তিনি জানান পাম্পগুলি ঘুরে দেখছেন আধিকারিকরা। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। এক আধিকারিকর জানিয়েছেন, একাধিক পাম্পে অসঙ্গতি ও গরমিল পাওয়া গেছে। সেগুলি সিল করা হয়েছে। কালকে পুনরায় দেখা হবে, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ঝাড়গ্রামের গ্রামে মিটল জলের সমস্যা, খুশি এলাকাবাসী
আরও পড়ুন : অর্পিতা গ্রেফতার হলে দিলীপ ঘোষ নয় কেন! জঙ্গলমহলে মন্তব্য মমতার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Petrol Pump Sealed
– Biplabi Sabyasachi Largest Bengali