Home » Anganwadi Center : পশ্চিম মেদিনীপুরে দীর্ঘদিন বন্ধ থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করলেন প্রশাসনিক আধিকারিকরা

Anganwadi Center : পশ্চিম মেদিনীপুরে দীর্ঘদিন বন্ধ থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করলেন প্রশাসনিক আধিকারিকরা

by Biplabi Sabyasachi
0 comments

Anganwadi Center : প্রায় এক মাস ধরে অঙ্গনওয়াড়ী কেন্দ্র বন্ধ থাকার কারণে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। এই খবর জানতে পেরে তড়িঘড়ি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে প্রশাসনের আধিকারিকরা দ্রুত চাল ডাল এনে অঙ্গনওয়াড়ী কেন্দ্র খাবারের ব্যাবস্থা ও পড়াশোনার ব্যবস্থা শুরু করেন।


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : খাবার ও কর্মীর অভাবে প্রায় এক মাস ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ক্ষোভে ফুঁসছিলেন এলাকাবাসী। খবর পেয়ে তড়িঘড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাজির ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা। তড়িঘড়ি চালু করা হয় অঙ্গনওয়াড়ী কেন্দ্র।

আরও পড়ুন : মেদিনীপুরে সেলফি জোনের প্রশংসায় দিলীপ ঘোষ, ধন্যবাদ জানালো পৌরসভা

Anganwadi Center
নিজস্ব চিত্র : বন্ধ থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রশাসনিক আধিকারিকরা

এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের পানপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের।জানা যায়, প্রায় এক মাস ধরে অঙ্গনওয়াড়ী কেন্দ্র বন্ধ থাকার কারণে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। অভিযোগ এমনিতেই খাবারের গুনগতমান খারাপ তার উপর আবার এক মাস বন্ধ। অথচ সব জায়গায় খোলা অঙ্গনওয়াড়ী কেন্দ্র।

আরও পড়ুন : এসএসসি দুর্নীতিতে যুক্তদের শাস্তি ও মন্ত্রীদের পদত্যাগের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ মেদিনীপুরে

Anganwadi Center
নিজস্ব চিত্র

এই খবর জানতে পেরে তড়িঘড়ি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে প্রশাসনের আধিকারিকরা দ্রুত চাল ডাল এনে অঙ্গনওয়াড়ী কেন্দ্র খাবারের ব্যাবস্থা ও পড়াশোনার ব্যবস্থা শুরু করেন। জানা যায়,দীর্ঘদিন ধরে ওই অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ছিল না কোন খাদ্য শস্য,এমনকি কর্মীর অভাব থাকার জন্যই অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি বন্ধ ছিল বলে দাবি কেন্দ্রের অস্থায়ী কর্মীদেরও।অবশেষে প্রশাসনের আধিকারিকদের তৎপরতায় চালু হল বন্ধ থাকা অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর একগুচ্ছ দাবি নিয়ে জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন লোধা নেতারা

Advertisement

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Anganwadi Center

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.