Administrative meeting with district Durga Puja 2023 committees! The Chief Minister will join the video conference.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হাতে আর মাত্র ৬০ দিন। ২০২৩ এর পুজো শুরু ২০ অক্টোবর। পুজোর ঠিক দুমাস আগে আজ মঙ্গলবার জেলার পুজো কমিটিগুলিকে নিয়ে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রত্যেক ব্লক ,পুরসভা এবং জেলা প্রশাসনের দপ্তরে এই মিটিং হবে বলে জানে গিয়েছে। বৈঠকে থাকবেন জেলা, মহকুমা, ব্লক এবং পুরসভা স্তরের প্রশাসনিক আধিকারিকরা। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার পুজো সংক্রান্ত আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বৈঠকে ডাকা হয়েছে জেলার সমস্ত পুজো কমিটিগুলিকে। আজ বিকেলের এই মিটিং থেকে দুর্গাপুজো সংক্রান্ত বিধি নিষেধ সহ নানান বিষয়ে পুজো কমিটিগুলিকে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। তবে অন্যান্য বছরের মতই আর্থিক অনুদানের দিকে তাকিয়ে সমস্ত পুজোকমিটির কর্মকর্তারা। গতবছর একইভাবে এরকমই এক প্রশাসনিক বৈঠকের দিনেই পুজোকমিটিগুলির জন্য আর্থিক অনুদান স্বরুপ ৬০ হাজার টাকা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
Durga Puja 2023
আরও পড়ুন : জল নেই, শুকনো জমিতেই পুঁতে দেওয়া হচ্ছে ধানের চারা, মাথায় হাত কৃষকদের
আরও পড়ুন : মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিনিয়রদের দ্বারা দুর্ব্যবহারের অভিযোগ দিল্লিতে, বৈঠকে অ্যান্টি র্যাগিং কমিটি
এবারেও সেদিকে তাকিয়ে জেলার পুজোকমিটিগুলি। জানা গিয়েছে ২০২২ সালে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে মোট অনুমোদিত পুজোর সংখ্যাছিল প্রায় ১ হাজার। তার মধ্যে ঘাটাল মহকুমায় ৩৬৫ টি, মেদিনীপুর মহকুমায় প্রায় ৪০০ টি এবং খড়গপুর মহকুমায়তেও কয়েক’শো। অনুমোদিত পুজো ছাড়াও জেলা জুড়ে আরও অনেক পুজোই হয়ে থাকে। ইতি মধ্যেই জেলার বিগবাজেটের পুজো কমিটিগুলির অনেকেই খুঁটিপুজো সেরে নিয়েছেন। চলছে পুজোর যাবতীয় প্রস্তুতিপর্ব।
প্রশাসনিক বৈঠকে পুজো নিয়ে কোন কোন বিষয় উঠে আসে সেদিকে তাকিয়ে জেলার পুজো কমিটিগুলি। জেলা তথ্য সাংস্কৃতি দপ্তর সূত্রে জানা গিয়েছে অন্যান্য বছরের মতই এবছরও সেরার সেরা পুজোগুলির জন্য থাকবে ‘বিশ্ব বাংলা সারদ সম্মান-২০২৩’। সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা সমাজসচেতনতা এবং সেরা পুজোর উপর থাকবে সরকারি সারদ সম্মান। প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধীকারিদের সারদ সম্মান তুলে দেবে জেলা তথ্য ও সাংস্কৃতি দপ্তর।
আরও পড়ুন : জেলায় কন্যাশ্রীতে প্রথম সোনাখালি হাইস্কুল ও মেদিনীপুর সিটি কলেজ
আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকা সহ চাল
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Durga Puja 2023
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper