About 8207 west bengal govt. school are going to be closed in the state due to lack of students, 1449 schools in two Medinipur and Jhargram
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পড়ুয়ার সংখ্যা হাতে গোনা মাত্র। ঠিক এই কারনে গোটা রাজ্যে ৮২০৭ টি স্কুল বন্ধ হতে বসেছে। ওইসব বিদ্যালয় গুলিতে পড়ুয়ার সংখ্যা ৩০ জনেরও কম। সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তর একটি তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় দেখা গেছে রাজ্যের ৮২০৭টি স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০ জনের কম। স্কুল গুলির মধ্যে সিংহভাগ প্রাইমারি স্কুল।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
কিছু আপার প্রাইমারি স্কুলও রয়েছে। রয়েছে গুটিকয়েক জুনিয়র হাই স্কুল। এমনকি রয়েছে কিছু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এর মধ্যে পশ্চিম মেদিনীপুরের এমন স্কুলের সংখ্যা ৬০১টি, পূর্ব মেদিনীপুরে ৩৬৯ টি এবং ঝাড়গ্রামের ৪৭৯ টি। এই বিদ্যালয়গুলোর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষা মহল। বিদ্যালয়গুলির এমন দশা কেন এবং এই সমস্যা থেকে কিভাবে মুক্ত হওয়া যাবে সেই নিয়ে চর্চা ও জল্পনা শুরু হয়েছে।
West Bengal School
আরও পড়ুন : ২৪ ঘন্টা পার! এখনও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে জ্বলছে আগুণ, বাস্তু ও জীববৈচিত্র নিয়ে উদ্বিগ্ন প্রশাসন
বেশিরভাগ অভিজ্ঞমহল মনে করেছেন বেসরকারি স্কুলের রমরমার জন্যই সরকারি বিদ্যালয়ে পড়াশোনার মান কমে যাচ্ছে। এই মনে করে অভিভাবকদের বেসরকারি বিদ্যালয়ের প্রতি আস্থা বাড়ছে। রাজ্য সরকারের অনিয়ম, দুর্নীতি, বছরের পর বছর ধরে শিক্ষক নিয়োগ না করা প্রভৃতি কারণে বেসরকারি বিদ্যালয়ের প্রতি আস্থা রাখছেন অভিবাবকরা।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে স্কুলছুটদের ফেরাতে অভিনব উদ্যোগ! দুয়ারে দুয়ারে ঘুরলেন পড়ুয়া ও শিক্ষকরা
আরও পড়ুন : শহরে টোটোর ধাক্কায় গুরুতর জখম একব্যক্তি, বেপরোয়া চলাচলে ক্ষুব্ধ শহরবাসী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
West Bengal School
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper