Accident
আরও পড়ুন ঃ– পশ্চিম মেদিনীপুরের ডেবরায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতালা মাটির বাড়ি,আতঙ্কিত বাড়ির সদস্যরা
পত্রিকা প্রতিনিধিঃ দ্রুত গতির বাইকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক চালকের । আহত আরও একজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর(Purba Medinipur) জেলার কাঁথি (Kanthi)থানার রাউতরা (Rautora)বাজার সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি যাত্রীবাহী বাস এগরা থেকে কাঁথির দিকে যাওয়ার সময় আচমকাই কাঁথি থেকে এগরাগামী একটি দ্রুত গতির মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই ঘটনার পর ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক চালকের । আহত হয় আরও একজন বলে জানা যাচ্ছে। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আর এই ঘটনাটিকে কেন্দ্র করে কাঁথি-এগরা(Kanthi-Egra) রাজ্য সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে এই ঘটনার খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বিক্ষোভের কারণ রাস্তায় প্রচুর পরিমাণে গর্ত থাকা সত্ত্বেও খুব দ্রুত গতিতে যানবাহন গুলি চলাচল করে। অভিযোগ, খুব দ্রুতগতিতে যানবাহন চলে সে কারণেই প্রায়ই এমন দুর্ঘটনা ঘটতেই থাকে। তবে এই ঘটনার পর পুলিশের হস্তক্ষেপে স্থানীয়দের নিয়ন্ত্রণে এনে পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে বলে জানা যাচ্ছে। তবে পরবর্তী সময়ে পুলিশের তৎপরতা যানবাহন চলাচল প্রায় ঘণ্টা খানেকের ব্যবধানে স্বাভাবিক হয়।তবে ওই মৃত মোটরবাইক চালক পটাশপুরের বাসিন্দা , পেশায় ছানা ব্যবসায়ী বলে দাবি স্থানীয়দের।যদিও এখনও পর্যন্ত ওই ব্যক্তির নাম পাওয়া যায়নি।
আরও পড়ুন ঃ– করোনার তৃতীয় ঢেউ এলে কিভাবে খোলা সম্ভব স্কুল-কলেজ! পুজোর পর নয়, এখনই খোলা হোক মেদিনীপুরে দাবি অধ্যাপকদের
আরও পড়ুন ঃ– ঘাটালে Mamata Banerjee, জলে নেমে দেখলেন বন্যা পরিস্থিতি,সঙ্গে রয়েছেন দেব
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore