Bike accident
আরও পড়ুন ঃ–রাজ্য সরকারের বিধি নিষেধ উঠতেই দিঘায় ভিড় পর্যটকদের
পত্রিকা প্রতিনিধিঃ বালি বোঝাই ডাম্পারের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চম্পাবতি দন্ডপাট (৩৪) নামের এক মহিলা বাইক আরোহীর । রবিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম(Jhargram) জেলার গোপীবল্লভপুরের(gopiballavpur)চোরমুন্ডী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপীবল্লভপুরের সাতমা থেকে একটি মোটরবাইকে চেপে ১ মহিলা সহ ২ জন বেলিয়াবেড়া থানার কুলিয়ানা গ্রামে বিয়েবাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। ঠিক ওই সময় গোপীবল্লভপুর (gopiballavpur)যাওয়ার চোরমুন্ডীচকে হঠাৎ করে বাইকটিকে ধাক্কা মারে একটি বালি বোঝাই ডাম্পার। তখন এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি আহত বাইক আরোহীদের উদ্ধার করে গোপীবল্লভপুর(gopiballavpur)সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই মহিলা আরোহীকে মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনার খবর পেয়ে বেলিয়াবেড়া থানার বিশাল পুলিশ (Police) বাহিনী। তবে স্থানীয় মানুষদের মধ্যে এলাকায় বালি গাড়ির দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ বাড়তে শুরু করেছে। অভিযোগ, গোপীবল্লভপুরের(gopiballavpur)
কুঠিঘাট চোরমুন্ডী থেকে ৯ নম্বর রাজ্য সড়কের বাহারুনা পর্যন্ত বালি গাড়ির দৌরাত্ম্যে সাধারণ মানুষের নিরাপদ মাত্রা একপ্রকার প্রশ্নের মুখে পড়ে গেছে। স্থানীয়রা বেপরোয়া বালি গাড়ির চাকায় পিষ্ঠ হওয়ার ভয়ে ভুগতে থাকেন। পাশাপাশি বছরের একাধিক বার ওই রাস্তায় উপর দুর্ঘটনাও ঘটে বলে অভিযোগ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bike accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore