Home » Forest Fire : ভাদুতলার জঙ্গলে আগুন লাগানোর অভিযোগে আটক এক ব্যক্তি

Forest Fire : ভাদুতলার জঙ্গলে আগুন লাগানোর অভিযোগে আটক এক ব্যক্তি

by Biplabi Sabyasachi
0 comments

A person has been arrested for setting fire in Vadutala forest

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রখর রৌদ্রের তাপে যখন হাঁসফাঁস অবস্থা মানুষজনের। তখন কেউ বা কারা ইচ্ছাকৃতভাবেই জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে। সেই আগুন দাবানলের আকার ধারণ করছে বিভিন্ন জঙ্গলে। বৃহস্পতিবার ভাদুতলার ধবাশোলের জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, এক ব্যক্তিকে আগুন লাগাতে দেখেছেন তারা। ওই ব্যক্তি মোটর বাইক নিয়ে ওখানে দাঁড়িয়ে আগুন লাগিয়েছেন।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Forest Fire
নিজস্ব চিত্র

তাঁকে আটকে দীর্ঘক্ষণ তার সঙ্গে বাদানুবাদ চলে স্থানীয়দের। পরে বনদপ্তরের কর্মীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। উল্লেখ্য, বৃহস্পতিবার ছিল আড়াবাড়ির জঙ্গলে শিকার উৎসব। বনকর্মীরা সকলে ওই শিকার উৎসবে বন্যপ্রাণ হত্যা আটকাতে ব্যস্ত ছিলেন। প্রত্যক্ষদর্শী শিক্ষক আশীষ মন্ডল বলেন, “আমি স্কুল থেকে মেদিনীপুরের দিকে ফিরছিলাম। আগুন দেখে ওই জায়গায় আমি দাঁড়াতেই দেখি এক ব্যক্তি সেখান থেকে পালানোর চেষ্টা করছে তাড়াতাড়ি।

Forest Fire

Forest Fire
নিজস্ব চিত্র

আরও পড়ুন : জেলা জুড়ে ভোট কর্মীদের প্রথম ধাপের প্রশিক্ষণ শুরু

আরও পড়ুন : গরমের দাবদাহ উপেক্ষা করে দেব-কে দেখার ভিড়

তাঁকে জিজ্ঞাসা করতে উনি বলেন ভুল করে বিড়ি খেয়ে ফেলে দিতে আগুনটা ধরে গিয়েছে। তখনকে আশেপাশের আরও অনেকে এসে হাজির হয়ে গিয়েছিলেন। খবর দেওয়া হয় বনদপ্তর ও দমকলে।” আগুনের ধোঁয়ায় ঢেকে পড়েছিল জাতীয় সড়ক। বনকর্মীরা ও দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিভিয়ে দেয়। ভাদুতলা রেঞ্জের আধিকারিক শুভাশিস চৌধুরী বলেন, “গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে

আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Forest Fire

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.