বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন :রাস্তা সম্প্রসারণের জন্য সুপ্রাচীন বট গাছ কাটার সিদ্ধান্ত। তবে তা রুখতে এলাকাবাসীর সম্মিলিত প্রতিবাদ। গাছ জড়িয়ে দাঁড়িয়ে রইল খুদের দল। মেদিনীপুর শহরের কুইকোটা কালী মন্দির সংলগ্ন মেইন রাস্তার পাশেই রয়েছে বহু পুরোনো বট গাছ। তার দু’পাশে সরু রাস্তা। বিশাল বট গাছের নীচে বসে বিশ্রাম নেন বহু মানুষ। সেই গাছ কাটার খবরে সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই হয়। এর পরই সকলে মিলে প্রতিবাদ শুরু করেন। শনিবার সকালে গাছকে আগলে ধরে কাটতে বাধা দেন স্কুল পড়ুয়া সোহ এলাকাবাসীরা। এই প্রতিবাদে সামিল হন দুই নাম্বার ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর মিতালী ব্যানার্জি।সম্প্রতি পি ডব্লিউ ডি -র অধীনস্থ এই রাস্তায় চলছে সম্প্রসারণ এর কাজ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : কন্টেনারের চাকা ব্লাস্ট হতেই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, মৃত এক
খুদেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে, নানা রকম স্লোগান তুলে গাছ বাঁচানোর আহ্বান জানায়। “গাছ আমাদের বন্ধু”, “গাছ বাঁচাও, জীবন বাঁচাও” — এই ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। কাউন্সিলর মিতালী ব্যানার্জি জানান, উন্নয়নের কাজ যেমন প্রয়োজন, তেমনি পরিবেশের ভারসাম্যও বজায় রাখা জরুরি। গাছ কাটার পরিবর্তে বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তিনি।

আরও পড়ুন : বিষ্ণুপুরে লেপার্ডের মৃতদেহ উদ্ধার, গড়বেতায় পায়ের ছাপ ঘিরে আতঙ্ক
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, ছোটদের এই সচেতনতা সমাজের জন্য এক ইতিবাচক বার্তা বহন করছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Tree protest
Biplabi Sabyasachi Largest Bengali Newspape