বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহরে টোটোদের দৌরাত্ম্যের নানা অভিযোগে ক্ষিপ্ত মানুষজন। বেড়েছে টোটোর সংখ্যা। বেপরোয়া গতি, কখনো আবার পেছনের গাড়ি লক্ষ্য না করে হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে পড়া। মাঝেমধ্যে আবার হঠাৎ ঘুরে পড়ছে। টোটোর কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে মেদিনীপুর শহরে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : চতুর্থীতে ঝাড়গ্রামে, পঞ্চমীতে পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় মৃত্যু
বুধবার টোটো উল্টে আহত হলেন চার যাত্রী। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায়। জানা গিয়েছে, এদিন দুপুরে মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি টোটো বেরোনোর সময় অপর একটি টোটো সামনে চলে আসে।

তখনই নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায়। ওই টোটোতে তিনজন মহিলা সহ চারজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোতোয়ালী থানার পুলিশ গিয়ে টোটোটিকে আটক করে। প্রত্যক্ষদর্শীদের দাবি বেপরোয়া টোটোর গতির ফলেই দুর্ঘটনা ঘটছে। টোটোর গতি এবং সংখ্যা নিয়ন্ত্রণে প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমানসে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Toto accident
Biplabi Sabyasachi Largest Bengali Newspape