বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নানা বিতর্কের পর ক্ষমা চাইলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বুধবার বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ষষ্ঠ সেমেস্টারের ইতিহাস পরীক্ষায় একটি প্রশ্নকে ঘিরে বিতর্ক বেঁধেছিল। যাকে ঘিরে তুমুল সমালোচনা। বৃহস্পতিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গেটে বিক্ষোভও দেখালো ছাত্র সংগঠনগুলি। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল অবিলম্বে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে। অবশেষে বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক বৈঠক করে ক্ষমা চাইলেন উপাচার্য। তিনি বলেন, “এই প্রশ্নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।” সরানো হয়েছে ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান এবং মডারেশন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্যকে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

এদিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গেটে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠন ডিএসও এবং এসএফআই। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেও পড়ুয়ারা প্রতিবাদ জানান। এই ঘটনা তাদের কেও লজ্জিত করেছে বলে মন্তব্য করেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিমল দাশগুপ্ত স্মৃতির রক্ষা কমিটি এবং শহীদ প্রশস্তি সমিতি। ওই দুই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এ কথাটাও মনে রাখতে হবে যে, ইতিহাস বিকৃতির এই প্রবণতা সারাদেশ জুড়ে প্রবাহমান। দেশের জনসাধারণকে নবজাগরণ, স্বাধীনতা সংগ্রামীদের বিপ্লবী ধারা সম্পর্কে সচেতন থাকতে হবে।

আরও পড়ুন : নিম্নচাপের জেরে টানা বৃষ্টি! ফুঁসছে কংসাবতী
” উল্লেখ্য, বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমস্ত কলেজগুলির ষষ্ঠ সেমেস্টারের ইতিহাস অনার্সের সি ১৪ পেপারের “মর্ডান ন্যাশনালিজম ইন ইন্ডিয়া” পরীক্ষা ছিল। ওই পেপারের ‘ক’ বিভাগের ১২ নম্বর দাগের প্রশ্ন ছিল, ‘মেদিনীপুরের তিন জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম কর যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?’ এই প্রশ্ন ঘিরে বিতর্ক তুঙ্গে। এদিন উপাচার্য দীপক কুমার কর বলেন, “এই ত্রুটি বা ভুলকে সাধারণ হিসেবে দেখছি না।

আরও পড়ুন : বেহাল রাস্তার হাল ! ঝোলায় ঝুলিয়ে নিয়ে যেতে হচ্ছে রোগীকে
এই ভুলকে অধিকতর গুরুত্ব দিয়ে দেখছি, অত্যন্ত সংবেদনশীল বিষয়। ওই ঘটনায় দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় প্রধানের কাছে রিপোর্টও চাওয়া হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট এলে তারপরেই পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে এর যাতে পুনরাবৃত্তি না হয় আমরা সেটা দেখব।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
University Apology
Biplabi Sabyasachi Largest Bengali Newspape