বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: সরকারি প্রকল্পে পানীয় জলের জন্য পাইপ লাইনের কাজ হচ্ছিল। সেই কাজ সম্পূর্ণ হওয়ার পর রাতের অন্ধকারে কেউ বা কারা ভেঙে ফেলল। ঘটনাটি রবিবার গভীর রাতে শালবনী ব্লকের বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই পঞ্চায়েতের ফার্ম রোড, ঝড়ভাঙ্গা সহ কয়েকটি এলাকায় পানীয় জল প্রকল্পের কাজ চলছিল। রবিবার সকালে স্থানীয়রা দেখতে পান সমস্ত পাইপ ভেঙে পড়ে আছে। খবর যায় ওই কাজের ঠিকাদারের কাছে। শুধু এক জায়গায় নয়, এমন কয়েকটি জায়গায় পানীয় জলের পাইপ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

ঠিকাদার মহম্মদ ইয়াসিন বলেন, “ফার্ম রোড, ঝড়ভাঙা এলাকায় পানীয় জলের পাইপের কাজ করার পর রাতের অন্ধকারে কেউ বা কারা ভেঙে দিয়েছে। বিষয়টি বিডিও, গ্রাম পঞ্চায়েত প্রধান এবং শালবনী থানায় মেইল মারফত অভিযোগ জানিয়েছি।” তবে এই ঘটনায় স্থানীয়দের একাংশ ঠিকাদারদের দিকেই অভিযোগের আঙুল তুলছেন। তারা জানিয়েছেন, ওই ঠিকাদার যখন কাজের ওয়ার্ক অর্ডার নিতে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েছিলেন, তাকে স্থানীয় কয়েকজন ঠিকাদার মারধর করেন।
আরও পড়ুন : পেট্রোল ভরে চালাতে গিয়েই বিপত্তি! রাস্তায় দাউ দাউ করে জ্বলল স্কুটি

পুলিশ তাদের গ্রেপ্তারও করে। সেই রাগ থেকে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। আরও অভিযোগ, ঠিকাদারদের একাংশ সিন্ডিকেট চালানোর চেষ্টা করছে। ফলে বাইরের কোন ঠিকাদার কাজের বরাত পেলে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করারও চেষ্টা করা হচ্ছে। ইয়াসিন বলেন, “কারা ভেঙেছে জানি না। পুলিশে অভিযোগ জানিয়েছি, পুলিশ দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নিক।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Water crisis
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper