বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফলে রাজ্যস্তরে মেধা তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুরে তিন পড়ুয়া। দশের মধ্যে অষ্টম হয়েছে বেলদা প্রভাতী বিদ্যালয়ের ছাত্রী উদিতা রায় (৬৮৮) ও ঘাটাল মনসুখা লক্ষ্মী নারায়ণ হাইস্কুলের অরিত্র সাঁতরা (৬৮৮)। নবম হয়েছে বেলদা গঙ্গাধর একাডেমির অঙ্কুশ জানা (৬৮৭)।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

উদিতা মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে। নিয়ম বা ছক মেনে পড়াশোনা নয়, বরং নিজের খুশি মতো পড়ে দারুন রেজাল্ট তার। বাবা বিশ্বজিৎ রায় পেশায় শিক্ষক। মা অনুরূপা স্বাস্থ্যকর্মী। তার সাফল্যে বিদ্যালয় ও বাড়ি জুড়ে খুশির হাওয়া। মাধ্যমিকে অষ্টম স্থানাধিকারী অরিত্র গল্পের বই, খেলা দেখতে ভালোবাসে। বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চাই। বড় হয়ে রিসার্চ করতে চাই। যতক্ষণ না পড়া হতো ততক্ষন পর্যন্ত বই পড়ত বলে জানিয়েছে অরিত্র। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের বেলদা গঙ্গাধর একাডেমীর ছাত্র, দাঁতন থানার বাইপাটনা এলাকার বাসিন্দা অঙ্কুশ জানা এবারে মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে।
আরও পড়ুন : “মার্কিনী টাকায় উগ্রবাদী তৈরি হচ্ছে দক্ষিণ এশিয়াকে বিপদে ফেলার জন্য” : সেলিম

এবার দেখে নেওয়া যাক ওই তিন কৃতি পড়ুয়ার বিষয়ভিত্তিক নম্বর। উদিতা রায় বাংলায় ৯৭, ইংরেজিতে ৯২, গণিতে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৯, ভূগোলে ১০০ নম্বর পেয়েছে।
অরিত্র সাঁতরা বাংলায় ১০০, ইংরেজিতে ৯৬, গণিতে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৯, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৮, ভূগোলে ৯৫ নম্বর পেয়েছে।

অঙ্কুশ জানা বাংলায় ৯৬, ইংরেজিতে ৯৮, গণিতে ৯৯, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯৯, ভূগোলে ৯৭ নম্বর পেয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Top students
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper