বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছেন তাঁরা। তাঁদের মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ-এর ছাত্রী উদিতা রায়, বেলদা গঙ্গাধর একাডেমীর ছাত্র অঙ্কুশ জানা এবং ঘাটালের মনসুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের ছাত্র বিশ্বজিৎ সাঁতরা।
অষ্টম স্থানাধিকারী উদিতা রায় নিয়মের গণ্ডি পেরিয়ে নিজের খুশিমতো পড়েই অর্জন করেছে ৬৮৮ নম্বর। সে জানিয়েছে, ‘‘প্রথম দিন যখন পরীক্ষায় বসি, খুব ভয় পেয়েছিলাম। তারপর নিজেকে বললাম— এটাই জীবনের প্রথম বড় পরীক্ষা, ভয় না পেয়ে বরং উপভোগ করাই উচিত।’’

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here
উদিতার এই আত্মবিশ্বাসই তাকে রাজ্যস্তরে কৃতিত্ব এনে দিয়েছে।তার বাবা বিশ্বজিৎ রায় পেশায় শিক্ষক, মা অনুরূপা রায় স্বাস্থ্যকর্মী। মেয়ের এই সাফল্যে স্বভাবতই খুশি পরিবার। উদিতার সাফল্যে উচ্ছ্বাসিত তার স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।
আরও পড়ুন : টানা ১৯ দিন ধরে ২১২ টি লোকাল ও ২৭ টি এক্সপ্রেস ট্রেন বাতিল হাওড়া – খড়গপুর ডিভিশনে
অন্যদিকে, নবম স্থান অধিকার করেছে পশ্চিম মেদিনীপুরেরই অঙ্কুশ জানা। দাঁতন থানার বইপাটনা এলাকার বাসিন্দা অঙ্কুশ বেলদা গঙ্গাধর একাডেমীর ছাত্র। তার এই কৃতিত্বে তার বিদ্যালয় এবং গ্রামজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Secondary Toppers
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper