বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ICSE-তে সর্বভারতীয় স্তরে জোড়া সাফল্য মেদিনীপুর বিদ্যাসাগর শিশু নিকেতনের
বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ICSE পরীক্ষায় বাংলা থেকে মেধা তালিকায় জায়গা পেল মেদিনীপুরের মেয়ে আদৃতা মাহাত ও সৃজিতা মন্ডল । সর্বভারতীয় স্তরে এবং রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে দুই পড়ুয়া।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আদৃতা-র সাফল্যে মিষ্টি মুখ করাচ্ছেন তাঁর বাবা – মা
আদৃতা’র বাবা প্রণবেশ মাহাত চন্দ্রকোনা রোডের সারদাময়ী হাই স্কুলের পদার্থ বিদ্যা-র শিক্ষক। মা অসীমা মাহাত (পাত্র) গৃহবধূ।মেদিনীপুরের বার্জটাউন এলাকায় বাড়ি। আদৃতা ইংরেজিতে ৯৯, ইতিহাসে ১০০, ভূগোলে ১০০, পদার্থবিদ্যা১০০, বায়োলজিতে ১০০, রসায়নে ১০০ এবং কম্পিউটার এপ্লিকেশনে ১০০ পেয়েছে
পরীক্ষায় সে ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়েছে।
আদৃতা বলে, ‘পড়াশোনার কোন নির্দিষ্ট সময় ছিলনা। পাঁচ থেকে ছ’ঘণ্টা পড়াশোনা করতাম।পদার্থবিদ্যায় বাবা সাহায্য করতেন। তবে, অন্যান্য সাবজেক্টে প্রাইভেট টিউটর ছিলেন। তবে, স্কুলের স্যার-ম্যাডমরা আমাকে অনেকটাই সাহায্য করতেন।’
আরও পড়ুন : গভীর রাতে বিজেপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সৃজিতা মন্ডল
অপরদিকে সৃজিতা মন্ডল ইংরেজিতে ৯৯, ইতিহাসে ১০০, ভূগোলে ১০০, পদার্থবিদ্যায় ১০০, রসায়নে ১০০, বায়োলজিতে ১০০ পেয়েছে। পরীক্ষায় সৃজিতাও ৫০০ এর মধ্যে ৪৯৯ পেয়েছে। সৃজিতা মেদিনীপুর শহরের বিধাননগরের বাসিন্দা।
বিদ্যাসাগর শিশু নিকেতনের প্রিন্সিপাল চন্দা মজুমদার বলেন, ‘প্রতিবছরের ন্যায় এই বছরেও আমাদের স্কুল থেকে ভালো ফলাফল করেছে। এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে চাই আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। স্কুলের দু’জন পড়ুয়া ৪৯৯ নম্বর পেয়েছে। আদৃতা ছাড়াও সৃজিতা মণ্ডল একই নম্বর পেয়ে স্কুলে শুধু প্রথম নয়,সর্বভারতীয় ও রাজ্যে র্যাঙ্ক করেছে’।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
ICSE Toppers
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper