বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাজ্য সরকারের নির্দেশমতো মঙ্গলবার দুপুরেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছায় সিআইডির একটি দল। দুপুর একটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ চালায় তারা। প্রসূতি মৃত্যুতে চিকিৎসা সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করে। জিজ্ঞাসাবাদ করে, ওইদিন দায়িত্বে থাকা সিনিয়র চিকিৎসক, পিজিটি, নার্স ও হাসপাতাল সুপারকে। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি হাসপাতাল সুপার।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
2/4. গত বুধবার রাতে পাঁচ প্রসূতি সিজারের পর অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে একজন মারাও গিয়েছেন। বাকি তিনজন মৃত্যুর সঙ্গে পাঁঞ্জা লড়ছেন কলকাতার এসএসকেএম হাসপাতালে। আরেকজন সুস্থ রয়েছেন। ওই ঘটনায় ব্ল্যাকলিস্টে থাকা একটি কোম্পানির স্যালাইন ব্যবহার করার ফলেই এই ঘটনা বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে তোলপাড় পড়ে যায় সারা রাজ্যে।
আরও পড়ুন : Makar Snan and Mela : শিলাবতী নদীতে গঙ্গা পুজো! মকর সংক্রান্তিতে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের
আরও পড়ুন : Medinipur Hospital : সিআইডি তদন্ত হোক, তার আগে স্ত্রী যেন সুস্থ হয়ে ওঠে, দাবি অসুস্থ প্রসূতির স্বামীর
3/4. দফায় দফায় বিক্ষোভ অবরোধ। কাঠগড়ায় তুলেছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে। উচ্চ আদালতে বিষয়টি নিয়ে মামলা হয়েছে। তবে রাজ্য সরকার ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন সোমবার। তদন্ত শুরু হয়ে গেল মঙ্গলবার থেকেই। এদিন দুপুর একটা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল সুপারের অফিসে পৌঁছায় সিআইডির দলটি। ওইদিন দায়িত্বে থাকা সিনিয়র চিকিৎসক, পিজিটি, নার্সদের জিজ্ঞাসাবাদ করেন তারা। এমনকি হাসপাতাল সুপার ডাঃ জয়ন্ত কুমার রাউতকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
4/4. সূত্রের খবর, সিআইডির দল পৃথক ভাবে সকলকে জিজ্ঞাসাবাদ করেন এবং তা নথিভুক্ত করেন। ওই দিন ব্যবহৃত সমস্ত স্যালাইন, ইনজেকশন, ওষুধের কাগজপত্র সংগ্রহ করেন। বেশ কয়েকজনকে ডাকা হলেও প্রয়োজনে আরও বাকিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গিয়েছে। ওইদিন কি ঘটেছিল, কারা ছিলেন দায়িত্বে তাও জানতে চেয়েছেন। স্যালাইনের জন্যই যে এমন ঘটনা তাও দাবি করছেন চিকিৎসকরা। টানা ছ’ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি সিআইডি। তবে হাসপাতাল সুপার জয়ন্ত কুমার রাউত বলেন, “বিষয়টি তদন্ত চলছে। যাদেরকে প্রয়োজন হবে জিজ্ঞাসাবাদ করবে। এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।”
আরও পড়ুন : Medinipur Hospital : মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুতে ফের উত্তেজনা, তদন্তে রাজ্য স্বাস্থ্য দপ্তরের টিম
আরও পড়ুন : Ambulance Accident : দাসপুরে অ্যাম্বুলেন্স লরির মুখোমুখি ধাক্কা! গুরুতর আহত একাধিক
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Extensive CID investigation
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper