Home » Medinipur Hospital : সিআইডি তদন্ত হোক, তার আগে স্ত্রী যেন সুস্থ হয়ে ওঠে, দাবি অসুস্থ প্রসূতির স্বামীর

Medinipur Hospital : সিআইডি তদন্ত হোক, তার আগে স্ত্রী যেন সুস্থ হয়ে ওঠে, দাবি অসুস্থ প্রসূতির স্বামীর

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নিম্নমানের স্যালাইন ব্যবহার করার অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে। সিজারের পর একই রাতে পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। যার মধ্যে একজন মারা গিয়েছে, আর বাকি তিনজন কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group 1: Click Here

For WhatsApp Group 2: Click Here

2/4. তবে হাসপাতাল সূত্রে খবর, আরেক প্রসূতি সুস্থ রয়েছে। সেই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। রাজ্য সরকারকে কড়া নিশানা করেছে বিরোধী দলগুলি। মেদিনীপুর শহরে একাধিক বিক্ষোভ অবরোধে উত্তাল হয়ে উঠেছিল। উচ্চ আদালতে সিবিআই মামলা করেছেন। দাবি করেছেন সিবিআই তদন্তের। ওই ঘটনায় সিআইডি তদন্তে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার খড়্গপুরের সিআইডির একটি দল মেদিনীপুর হাসপাতালে পৌঁছায়। দেখা করেন অধ্যক্ষা মৌসুমী নন্দীর সঙ্গে। জানা গিয়েছে আরও একটি দল এসে তদন্ত করবে ওই ঘটনার।

আরও পড়ুন : Stingray Fish : ২০০ কেজি ওজনের দৈত্যাকার শঙ্কর মাছ হলদিয়ায়, বিক্রি হল রেকর্ড দামে

আরও পড়ুন : Medinipur Hospital : গ্রিন করিডরে দুই প্রসূতি মেদিনীপুর থেকে কলকাতায়, ফের উত্তেজনা মেদিনীপুর হাসপাতালে, বাইরে থেকে কিনতে হচ্ছে স্যালাইন!

3/4. রাজ্য সরকারের সিআইডি তদন্তকে মৃত প্রসূতি মামণি রুইদাসের স্বামী দেবাশিস স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “আমরা জানতে চাই ডাক্তারের ভুল নাকি স্যালাইনের ভুলে আমার স্ত্রী-র মৃত্যু হয়েছে। দোষীরা যেন কঠোর শাস্তি পায়।” সিআইডি তদন্ত বা যেই তদন্ত হোক, আগে স্ত্রী যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। এমনটাই চাইছেন এসএসকেএমে ভর্তি প্রসূতি নাসরিমের স্বামী সেলিম খাঁন। তিনি বলেন, “আজ স্ত্রী-র ডায়ালসিস চলছে। রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা চাই তদন্ত ভালোভাবে হোক। কিন্তু তার আগে আমার স্ত্রী সহ বাকিরা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে। সরকার সেই ব্যবস্থায় কোনো ঘাটতি যেন না রাখে।”

4/4. মঙ্গলবার সকালে মেদিনীপুর মেডিকেলে যান সিআইডি আধিকারিকরা। জানা গিয়েছে, খড়্গপুর থেকে প্রতিনিধিদলটি হাসপাতালে যায়। সিআইডি-র আরও একটি দল তদন্ত করতে হাসপাতালে যাবে। ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে সেই দল তদন্ত করবে বলে জানা গিয়েছে। সিআইডির দল মেডিকেল কলেজের অধ্যক্ষা মৌসুমী নন্দী এবং সুপার জয়ন্ত রাউতের সঙ্গে কথা বলবেন। খতিয়ে দেখবেন যাবতীয় প্রয়োজনীয় নথি।

আরও পড়ুন : Makar Snan and Mela : শিলাবতী নদীতে গঙ্গা পুজো! মকর সংক্রান্তিতে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের

আরও পড়ুন : Ambulance Accident : দাসপুরে অ্যাম্বুলেন্স লরির মুখোমুখি ধাক্কা! গুরুতর আহত একাধিক

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Medinipur Hospital

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.