Home » Medinipur Hospital : অসুস্থ হয়ে মেদিনীপুর হাসপাতালে ভর্তি মা হারা সন্তান, প্রসূতি মৃত্যুতে ফের অবরোধ বিক্ষোভ

Medinipur Hospital : অসুস্থ হয়ে মেদিনীপুর হাসপাতালে ভর্তি মা হারা সন্তান, প্রসূতি মৃত্যুতে ফের অবরোধ বিক্ষোভ

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রসূতি মৃত্যুর জেরে অবরোধ বিক্ষোভ মেদিনীপুর শহরে। সোমবার বেলা ১১ টা নাগাদ জেলা শাসকের দপ্তরের সামনে কালেক্টরের মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় এসইউসিআই। দোষীদের কঠোর শাস্তির দাবিও তুলেছে তারা। রবিবার সন্ধ্যায় অসুস্থ আরও তিন প্রসূতিকে মেদিনীপুর থেকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। তবে মৃত প্রসূতির সন্তান অসুস্থ হওয়ায় তাকে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group 1: Click Here

For WhatsApp Group 2: Click Here

2/3. মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গিয়েছেন প্রসূতি মামণি রুইদাস। সিজারে তার একটি পুত্র সন্তান হয়েছিল। মা হারা সেই সন্তানকে বাপের বাড়ির লোকেরা নিয়ে গিয়ে পালন করছিলেন। তার শারীরিক অসুস্থতা লক্ষ করে পরিবারের লোকজন। সোমবার বেলা ১২ টা নাগাদ তাকে ভর্তি করা হয় মেদিনীপুর হাসপাতালের মাতৃমার শিশু বিভাগে। তার শারীরিক পরিস্থিতি নিয়ে হাসপাতাল সুপার সহ শিশু বিশেষজ্ঞরা জরুরি বৈঠকে বসেন। মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষা মৌসুমি নন্দী বলেন, “শিশুটির একটু সমস্যা হয়েছে। তার চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হয়েছে। ওই প্রসূতিদের মোট দুটি শিশুর চিকিৎসা হচ্ছে আমাদের এখানে।”

আরও পড়ুন : Road Accident : দাঁতন এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পর পর তিনটি গাড়ি,জখম চালক

আরও পড়ুন : Sexual Assault : ষষ্ঠ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি! অভিযুক্তের ৪ বছরের সশ্রম কারাদণ্ড

3/3. প্রসূতি মৃত্যু ঘটনায় মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালো এসইউসিআই। ওই ঘটনায় জড়িত চিকিৎসক বা আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করেছে তারা। প্রসূতি মৃত্যু সহ পুরো ঘটনার দায়ভার স্বাস্থ্যমন্ত্রীকে নেওয়ার দাবি তুলেছে। মৃত প্রসূতি মামণি রুইদাস মারা যাওয়ার ঘটনার অভিযোগ এবার দায়িত্বে থাকা সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ, ওই সময় সিনিয়র চিকিৎসক ছিলেন না। পিজিটিরা সিজার করেছিলেন ওই পাঁচ প্রসূতির। যার মধ্যে একজন মারা গিয়েছেন ও একজন সুস্থ রয়েছেন। বাকি তিনজন এখনো চিকিৎসাধীন।

আরও পড়ুন : Scam : মেসেজ করে টাকা চাইছেন কেশিয়াড়ির বিধায়ক! সতর্ক থাকুন, পুরোটাই ফাঁদ

আরও পড়ুন : Medinipur Hospital : মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুতে ফের উত্তেজনা, তদন্তে রাজ্য স্বাস্থ্য দপ্তরের টিম

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Renewed protests over maternal death

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.